Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page 380 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page 380 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 380


বিভাগ - ক


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল -

(ক) সূর্য

(খ) নদী

(গ) বায়ু

(ঘ) হিমবাহ

উত্তরঃ (ক) সূর্য


১.২ বহির্জাত শক্তি নয় এমন এক শক্তি হল -

(ক) নদী প্রবাহ

(খ) অগ্ন্যদ্‌গম

(গ) বায়ু প্রবাহ

(ঘ) সমুদ্র তরঙ্গ

উত্তরঃ (খ) অগ্ন্যদ্‌গম


১.৩ নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় -

(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ

(খ) প্লাবন

(গ) জলপ্রপাত

(ঘ) পলল শঙ্কু

উত্তরঃ (গ) জলপ্রপাত


১.৪ রসেমতানে তৈরি হয় -

(ক) বায়ুর

(খ) নদীর

(গ) হিমবাহের

(ঘ) সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে

উত্তরঃ (গ) হিমবাহের


১.৫ মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে -

(ক) প্লায়া

(খ) ওয়াদি

(গ) বাজাদা

(ঘ) পেডিমেন্ট

উত্তরঃ (খ) ওয়াদি


১.৬ ভারতে রাজ্য পুর্ণগঠনের মূল ভিত্তি হল -

(ক) ভাষা

(খ) ধর্ম

(গ) জাতি

(ঘ) সমাজ

উত্তরঃ (ক) ভাষা


১.৭ কয়াল দেখা যায় -

(ক) কর্ণাটক

(খ) গুজরাট

(গ) কেরালা

(ঘ) পশ্চিমবঙ্গ রাজ্যে

উত্তরঃ (গ) কেরালা


১.৮ ভারতের একটি অন্তর্বাহিনী নদী -

(ক) নর্মদা

(খ) তাপ্তি

(গ) লুনি

(ঘ) গোদাবরী

উত্তরঃ (গ) লুনি


১.৯ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে দেখা যায় -

(ক) আঁধি

(খ) কালবৈশাখী

(গ) পশ্চিমী ঝঞ্ঝা

(ঘ) লু

উত্তরঃ (ঘ) লু


১.১০ খোয়াই ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় -

(ক) পলি

(খ) রেগুর

(গ) ল্যাটেরাইট

(ঘ) দোঁয়াশ মৃত্তিকায়

উত্তরঃ (গ) ল্যাটেরাইট


১.১১ ম্যানগ্রোভ অরণ্য দেখ যায় -

(ক) মরুভূমি

(খ) মালভূমি

(গ) উপকূল

(ঘ) পার্বত্য অঞ্চলে

উত্তরঃ (গ) উপকূল


১.১২ রেটুন প্রথা প্রয়োগ করা হয় -

(ক) ধান চাষে

(খ) গম চাষে

(গ) ইক্ষু চাষে

(ঘ) মাছ চাষে

উত্তরঃ (গ) ইক্ষু চাষে


১.১৩ সব শিল্পের মেরুদন্ড বলা হয় -

(ক) লৌহ ইস্পাত শিল্পকে

(খ) কার্পাস বয়ন শিল্পকে

(গ) পাট শিল্পকে

(ঘ) চিনি শিল্পকে

উত্তরঃ (ক) লৌহ ইস্পাত শিল্পকে


১.১৪ হীরক চতুর্ভূজ পরিকল্পনাটি যে পরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হল -

(ক) সড়ক পথ

(খ) রেলপথ

(গ) জলপথ

(ঘ) বিমান পথ

উত্তরঃ (খ) রেলপথ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close