ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 380
বিভাগ - ক
Geography Suggestion App : Madhyamik Geography Suggestion
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) ঃ
২.১.১ নদীর জলপ্রবাহ পরিমাপ করা হয় কিউসেক-এ।
উত্তরঃ 'শু'
২.১.২ হিমরেখা সারা বছর ও সব স্থানে সমান উচ্চতায় অবস্থান করে।
উত্তরঃ 'অ'
২.১.৩ থর মরুভূমি রাজস্থান দেখা যায়।
উত্তরঃ 'শু'
২.১.৪ কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদ 'তাল' নামে পরিচিত।
উতরঃ 'শু'
২.১.৫ নর্মদা উপত্যকা গ্রস্থ উপত্যকার উদাহরণ।
উত্তরঃ 'শু'
২.১.৬ শরৎকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়।
উত্তরঃ 'অ'
২.১.৭ আর্দ্র সমুদ্র বায়ু ফসল চাষের পক্ষে উপযুক্ত।
উত্তরঃ 'অ'
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) ঃ
২.২.১ বায়ুকার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় __________ অঞ্চলে।
উত্তরঃ মরু
২.২.২ তরবারির ন্যায় বালিয়াড়িকে __________ বলে।
উত্তরঃ সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
২.২.৩ __________ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়।
উত্তরঃ তুঁত
২.২.৪ ভারতে মৌসুমী বৃষ্টিপাতের সময় __________ ফসল চাষ করা হয়।
উত্তরঃ খারিফ
২.২.৫ ভারতের একক বৃহত্তম শিল্প হল __________ শিল্প।
উত্তরঃ কার্পাস বয়ন শিল্প
২.২.৬ অতিদ্রুত যান চলাচলের সড়কপথ __________ নামে পরিচিত।
উত্তরঃ হাইওয়ে
২.২.৭ ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশী __________ রাজ্যে।
উত্তরঃ কেরালা
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) ঃ
২.৩.১ শুষ্ক অঞ্চলে গঠিত গিরিখাতকে কি বলে?
উত্তরঃ ক্যানিয়ন
২.৩.২ যোগ জলপ্রপাত কোন্ নদীতে আছে?
উত্তরঃ সরাবতী
২.৩.৩ 'মরুস্থলী' শব্দের অর্থ কী?
উত্তরঃ মৃতের স্তুপ
২.৩.৪ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?
উত্তরঃ গোয়া
২.৩.৫ বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন্ রাজ্য প্রথম?
উত্তরঃ তামিলনাড়ু
২.৩.৬ ভারতের উচ্চতম মালভূমির নাম কী?
উত্তরঃ লাদাখ
২.৩.৭ প্রধান কোন্ বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ মৌসুমী
২.৩.৮ ২০১১ খ্রিস্টাব্দের সেনসাস অনুযায়ী ভারতের জনঘনত্ব কত?
উত্তরঃ ৩৮২ জন/বর্গকিমি
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ