Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 336 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 336 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY 

PAGE - 336


বিভাগ - ক


Geography Suggestion App : Madhyamik Geography Suggestion


১। বিকল্পগুলির থেকে সথিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ অতিগভীর 'I' আকৃতির উপত্যকাকে বলে -

(ক) গিরিখাত

(খ) ক্যানিয়ন

(গ) কর্তিত স্পার

(ঘ) প্লাঞ্জপুল

উত্তরঃ (খ) ক্যানিয়ন


১.২ শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হল -

(ক) ক্ষয়ীভবন

(খ) পর্যায়ন

(গ) নগ্নীভবন

(ঘ) আবহবিকার

উত্তরঃ (ঘ) আবহবিকার


১.৩ হিমবাহের পৃষ্টদেশের ফাটলগুলিকে বলা হয় -

(ক) বার্গস্রুড

(খ) হিমসিঁড়ি

(গ) ক্রেভাস

(ঘ) পরিখা

উত্তরঃ (গ) ক্রেভাস


১.৪ সমপ্রায়ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ টিলাকে বলে -

(ক) গৌর

(খ) মোনাডনক

(গ) ইয়ারদাং

(ঘ) হামাদা

উত্তরঃ (খ) মোনাডনক


১.৫ কোন্‌টি মরুকরণে সাহায্য করে না?

(ক) অতিরিক্ত পশুচারণ

(খ) অতিরিক্ত চাষাবাদ

(গ) বনভূমি ধ্বংস

(ঘ) কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ

উত্তরঃ (ঘ) কাঁটা-ঝোপ জাতীয় বৃক্ষরোপণ


১.৬ জায়িস শস্য কোন্‌ মাসে সংগ্রহ করা হয়?

(ক) জানুয়ারী

(খ) ডিসেম্বর

(গ) ফেব্রুয়ারী

(ঘ) জুন

উত্তরঃ (ঘ) জুন


১.৭ কার্পাস যে নামে পরিচিত হল তা হল -

(ক) স্বর্ণতন্তু

(খ) রৌপ্যতন্তু

(গ) বীজতন্তু

(ঘ) হীরকতন্তু

উত্তরঃ (ক) স্বর্ণতন্তু


১.৮ ভারতে রেলের বগি তৈরি হয় -

(ক) পেরাম্বুরে

(খ) বারানসীতে

(গ) কলকাতায়

(ঘ) বেঙ্গালুরুতে

উত্তরঃ (ক) পেরাম্বুরে


১.৯ ভারতে ডেট্রয়েট বলা হয় -

(ক) জামশেদপুরকে

(খ) চেন্নাইকে

(গ) গুরগাঁওকে

(ঘ) মুম্বাইকে

উত্তরঃ (খ) চেন্নাইকে


১.১০ ভারতে প্রথম জনগননা করা হয় -

(ক) ১৮৭১ সালে

(খ) ১৮৭২ সালে

(গ) ১৮৮১ সালে

(ঘ) ১৮৯১ সালে

উত্তরঃ (ক) ১৮৭১ সালে


১.১১ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল -

(ক) ১নং জাতীয় সড়ক

(খ) ২নং জাতেয় সড়ক

(গ) ৬নং জাতীয় সড়ক

(ঘ) ৪৪নং জাতীয় সড়ক

উত্তরঃ (ঘ) ৪৪নং জাতীয় সড়ক


১.১২ কৃত্রিক পোতাশ্রয়ের একটি উদাহরণ হল -

(ক) মুম্বাই

(খ) কোচি

(গ) চেন্নাই

(ঘ) বিশাখাপত্তনম

উত্তরঃ (গ) চেন্নাই


১.১৩ কোন, শিল্পে ব্যবহৃত কাঁচামালটির পণ্যসূচক এক -

(ক) লৌহ ইস্পাত

(খ) বস্ত্রশিল্প

(গ) সিমেন্ট

(ঘ) অ্যালুমিনিয়াম

উত্তরঃ (খ) বস্ত্রশিল্প


১.১৪ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার হল -

(ক) মাদুরাই

(খ) চেন্নাই

(গ) কোয়েম্বাটুর

(ঘ) বেঙ্গালুরু

উত্তরঃ (গ) কোয়েম্বাটুর


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close