ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 315
বিভাগ - খ
২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে শু এবং অশুদ্ধ হলে অ লেখো। (যে কোনো ছয়টি)
২.১.১ ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ।
উত্তরঃ অ
২.১.২ প্লায়া হ্রদগুলি রাজস্থানের থর মরুঊমিতে ধান্দ নামে পরিচিত।
উত্তরঃ শু
২.১.৩ ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনগর্ঠন করা হয় ১৯৫০ সালে।
উত্তরঃ অ
২.১.৪ ভারতের বৃহত্তম নদী দ্বীপ মাজুলী।
উত্তরঃ শু
২.১.৫ নদী উপত্যকার নতুন পলিকে রেগুর বলে।
উত্তরঃ অ
২.১.৬ অবিশুদ্ধ কাঁচামালের উদাহরণ হল লোহা।
উত্তরঃ শু
২.১.৭ ভারতের জনসংখ্যা বৃদ্ধির একটি কারণ অশিক্ষা।
উত্তরঃ শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি)
২.২.১ 'গ্রেড' শব্দটি প্রথম ব্যবহার করেন __________।
উত্তরঃ G K Gilbert
২.২.২ হিমালয় পর্বতের নীলকন্ঠ শৃঙ্গ __________ উদাহরণ।
উত্তরঃ পিরামিড চূড়ার
২.২.৩ ভারতের মরু গবেষণাকেন্দ্র __________ এ অবস্থিত।
উত্তরঃ যোধপুরে
২.২.৪ ভারতের উত্তরতম স্থান হল __________।
উত্তরঃ ইন্দিরা কল
২.২.৫ পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় __________।
উত্তরঃ বেট
২.২.৬ তিলাইয়া বাঁধ _________নদীর উপর নির্মাণ করা হয়েছে।
উত্তরঃ বরাকর
২.২.৭ 'Tech city' বলা হয় ভারতের __________ শহরকে।
উত্তরঃ পুনে
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি)
২.৩.১ অসংখ্য ছোটো ছোটো র্যাপিডস পাশাপাশি অবস্থান করলে তাকে কী বলে?
উত্তরঃ ক্যাসকেড
২.৩.২ অতরিক্ত লবণাক্ত প্লায়াকে কী বলে?
উত্তরঃ স্যালিনা
২.৩.৩ করি হ্রদকে ফ্রান্সে কী বলে?
উত্তরঃ সার্ক
২.৩.৪ ভারতের নবীনতম রাজ্য কোন্টি?
উত্তরঃ তেলেঙ্গানা
২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোন্টি?
উত্তরঃ খারদুংলা
২.৩.৬ ভারতের কোন্ জায়গায় বছরে দু'বার বৃষ্টিপাত হয়?
উত্তরঃ করমন্ডল উপকূল
২.৩.৭ ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন্ রাজ্য প্রথম?
উত্তরঃ পাঞ্জাব
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ