LightBlog
Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 315 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papes 2021-2022 Page 315 Part 1

ABAT MADHYAMIK TRST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 315


বিভাগ - 'ক'


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠে কার্যকারী হয়ে ভূমিরূপ পরিবর্তনের প্রক্রিয়া হল -

(ক) বহির্জাত প্রক্রিয়া

(খ) অন্তর্জাত প্রক্রিয়া

(গ) আবহবিকার প্রক্রিয়া

(ঘ) ভূমিকম্প

উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া


১.২ আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল -

(ক) পর্যায়ন

(খ) পুঞ্জিত ক্ষয়

(গ) নগ্নীভবন

(ঘ) ক্ষয়ীভবন

উত্তরঃ (ক) পর্যায়ন


১.৩ পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁকা দেখা যায় তাকে বলে -

(ক) ক্রেভাস

(খ) স্নাউট

(গ) হিমদ্রোণী

(ঘ) বার্গস্রুড

উত্তরঃ (ঘ) বার্গস্রুড


১.৪ হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যে পলি সঞ্চিত হয় তাকে বলে -

(ক) বোল্ডার ক্লে

(খ) গ্রাবরেখা

(গ) ড্রামকিন

(ঘ) রসেমতানে

উত্তরঃ (খ) গ্রাবরেখা


১.৫ মরু অঞ্চলে ইনসেলবার্জের থেকে ছোটো অবশিষ্ট পাহাড়কে বলা হয় -

(ক) কোপিস

(খ) টরস

(গ) মোনাডনক

(ঘ) বর্ণহাউট

উত্তরঃ (খ) টরস


১.৬ ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হল -

(ক) বিন্ধ্যা

(খ) হিমালয়

(গ) নীলগিরি

(ঘ) আরাবল্লী

উত্তরঃ (ঘ) আরাবল্লী


১.৭ কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহকে কাশ্মীরের সাথে যুক্ত করেছে -

(ক) জোজিলা

(খ) পীরপানজাল

(গ) বুলন্দপীর

(ঘ) জওহর

উত্তরঃ (ক) জোজিলা


১.৮ ভারতে নিত্যবহ খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত -

(ক) পাঞ্জাব

(খ) রাজস্থান

(গ) বিহার

(ঘ) উত্তর প্রদেশ

উত্তরঃ (ঘ) উত্তর প্রদেশ


১.৯ ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের মুখ্য কারণ -

(ক) পূবালি জেট

(খ) এল নিনো

(গ) পশ্চিমী জেট

(ঘ) সমুদ্রের উষ্ণতার তারতম্য

উত্তরঃ (ক) পূবালি জেট


১.১০ Black cotton soil কোন্‌ মৃত্তিকার ওপর নাম -

(ক) পলিমাটি

(খ) ল্যাটেরাইট মাটি

(গ) পডসল মাটি

(ঘ) কৃষ্ণ মৃত্তিকা

উত্তরঃ (ঘ) কৃষ্ণ মৃত্তিকা


১.১১ 'সোনালিকা' কোন্‌ কৃষিজ ফসলের উচ্চফলশীল বীজ?

(ক) ধান

(খ) গম

(গ) পাট

(ঘ) চা

উত্তরঃ (খ) গম


১.১২ রেটুন শব্দটির সাথে কোন্‌ ফসল জড়িত -

(ক) কফি

(খ) আখ

(গ) চা

(ঘ) পাট

উত্তরঃ (খ) আখ


১.১৩ ভারতের বৃহত্তম সরকারি লৌহ-ইস্পাত শিল্পকেন্দ্রটি হল -

(ক) জামশেদপুর

(খ) দুর্গাপুর

(গ) ভিলাই

(ঘ) সালেম

উত্তরঃ (গ) ভিলাই


১.১৪ ২০১১ সালের আদমসুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার হল -

(ক) 74.04%

(খ) 68.04%

(গ) 75.02%

(ঘ) 76.88%

উত্তরঃ (ক) 74.04%


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close