model activity task class 9 physical science january 2022
Type Here to Get Search Results !

model activity task class 9 physical science january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণি

ভৌতবিজ্ঞান

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজোন -

(ক) একই থাকে

(খ) কমে

(গ) বাড়ে

(ঘ) প্রথমে বাড়ে পরে কমে

উত্তরঃ (খ) কমে


১.২ বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক তা হলো -

(ক) কার্যের হারের সঙ্গে

(খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে

(গ) ক্ষমতার হারের সঙ্গে

(ঘ) বস্তুটির গতিবেগের সঙ্গে

উত্তরঃ (খ) ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে


১.৩ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী -

(ক) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে বেশি

(খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী

(গ) ক্রিয়া বলের মান প্রতিক্রিয়া বলের মানের চেয়ে কম

(ঘ) ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সম্পর্কযুক্ত নয়

উত্তরঃ (খ) ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী


১.৪ নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো -

(ক) ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক

(খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক

(গ) বলের সঙ্গে ব্যস্তানুপাতিক

(ঘ) ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক

উত্তরঃ (খ) ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক


২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :


২.১ কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়।

উত্তরঃ মিথ্যা


২.২ CGS পদ্ধতিতে বলের একক নিউটন।

উত্তরঃ মিথ্যা


২.৩ তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল।

উত্তরঃ সত্য


২.৪ পারদ জলের চেয়ে বেশি প্লবতা বল সৃষ্টি করতে পারে।

উত্তরঃ সত্য


৩. সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ বল কাকে বলে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ বাইরে থেকে প্রযুক্ত যে বাহ্যিক কারণের জন্য কোন স্থির বস্তুকে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা হয় তাকে বল বলে। যেমন - কোন স্থির বস্তুকে যা প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন করা যায়, সেটা হল বল।


৩.২ আর্কিমিডিসের সূত্রটি উল্লেখ করো।

উত্তরঃ কোন বস্তুকে স্থির তরলে বা গ্যাসে পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলে, বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের বা গ্যাসের ওজনের সমান হয়।


৩.৩ একটি ফাঁকা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো।

উত্তরঃ কোন বস্তু তখনই জলে ভাসে যখন তরলের প্লাবতা বস্তুর ওজনের সমান হবে। অর্থাৎ বস্তুর ওজন = প্লাবতা। ফাপা প্লাস্টিকের বলের দ্বারা অপসারিত জলের ওজন, প্লাস্টিকের বলের ওজনের সমান হয়, যার জন্য প্লাস্টিকের ফাঁকা বল জলে ভাসে।


৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :


৪.১ স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ও কেন?

উত্তরঃ ক্রিয়াশীল চাপ যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে তা হল -

(ক) বিন্দুটির গভীরতার ওপর বিন্দুটির গভীরতা যত বৃদ্ধি পেতে থাকবে ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকবে। গভীরতা বাড়লে প্রবাহী পদার্থের পরিমাণ বেশি হয় ফলে প্রবাহী পদার্থের পরিমাণ বাড়ার সাথে সাথে চাপের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।

(খ) তরলের ঘনত্ব ওপর স্থির প্রবাহী পদার্থের ঘনত্ব বাড়লে, ক্রিয়াশীল চাপের পরিমাণ বাড়তে থাকে অর্থাৎ পদার্থের ঘনত্ব এবং ক্রিয়াশীল চাপ পরস্পর সম্পর্কে পরিবর্তিত হয়।

(গ) ওই বিন্দুতে অর্জিকর্ষজ ত্বরণের ওপর অভিকর্ষজ ত্বরণের মান যত বাড়তে থাকে ততই ক্রিয়াশীল চাপের মান বাড়তে থাকে।


৪.২ নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো এবং কীভাবে বল পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো।

উত্তরঃ কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলযে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়।

বলের পরিমাপ - ধরা যাক, m ভরের একটি বস্তু u বেগে গতিশীল। বস্তুর গতির অভিমুখে স্থির মানের F বল t সময় ধরে ক্রিয়া করছে, এর ফলে বস্তুর অন্তির বেগ হয় v।

বস্তুর প্রাথমিক রৈখিক ভরবেগ = mv

বস্তুর t সময় রৈখিক ভরবেগ = mv

t সময়ে রৈখিক ভরবেগের পরিবর্তন = mv-mu = m(v-u)

রৈখিক ভরবেগের পরিবর্তনের হার = m(v-u) / t

নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে F X ma,

F = K.ma (K = ধ্রুবক)

যখন a = 1 এবং m = 1, তখন K = 1 হবে,

অতএব F = ma

অর্থাৎ প্রযুক্ত বল (F) = বস্তুর ভর (m) x বস্তুর ত্বরণ(a)


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close