LightBlog
model activity task class 9 life science january 2022
Type Here to Get Search Results !

model activity task class 9 life science january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণি

জীবনবিজ্ঞান

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ যে পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্লেম কোশ তা শনাক্ত করো -

(ক) টিনোফোরা

(খ) নিমাটোডা

(গ) প্ল্যাটিহেলমিনথেস

(ঘ) অ্যানিলিডা

উত্তরঃ (গ) প্ল্যাটিহেলমিনথেস


১.২ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো -

(ক) ন্যাথোস্টোমাটা - চোয়াল অনুপস্থিত

(খ) মোলাস্কা - ম্যালপিজিয়ান নালিকা উপস্থিত

(গ) অ্যানিলিডা - ছদ্ম সিলোম উপস্থিত

(ঘ) টিনোফোরা - কোম্বপ্লেট উপস্থিত

উত্তরঃ (ঘ) টিনোফোরা - কোম্বপ্লেট উপস্থিত


১.৩ নীচের যে বৈশিষ্ট্যটি প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো -

(ক) এরা এককোশী

(খ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির

(গ) পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী প্রকৃতির

(ঘ) কোশে পর্দা-ঘেরা কোশ অঙ্গাণু উপস্থিত

উত্তরঃ (খ) কোশ প্রোক্যারিওটিক প্রকৃতির


২. শূণ্যস্থান পূরণ করো :


২.১ নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে __________ কোশ উপস্থিত থাকে।

উত্তরঃ নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে নিডোব্লাস্ট কোশ উপস্থিত থাকে।


২.২ __________ উভচর উদ্ভিদ বলা হয়।

উত্তরঃ ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ বলা হয়।


২.৩ প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোশ __________প্রকৃতির।

উত্তরঃ প্ল্যান্টি রাজ্যের সদস্যদের কোশ ইউক্যারিওটিক প্রকৃতির।


২.৪ __________ পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোশ উপস্থিত থাকে।

উত্তরঃ পরিফেরা পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোশ উপস্থিত থাকে।


৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :


৩.১ মোনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো।

উত্তরঃ মনেরা রাজ্যের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল -

(ক) এরা এককোষী ও প্রোক্যারিওটিক অণুবীক্ষণিক হয়।

(খ) এদের কোষ বিভাজন কালে বেম গঠন হয় না।


৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য নিরূপণ করো :

  • মূল
  • পাতার শিরাবিন্যাস

উত্তরঃ একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য হল -

(১) মূল - একবীজপত্রী উদ্ভিদের মূল অস্থানিক ও গুচ্ছ মূল হয়; আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল স্থানিক ও প্রধান মূল হয়।

(২) পাতার শিরাবিন্যাস - একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত; কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল পাতা জালাকাকার শিরাবিন্যাস যুক্ত।


৩.৩ জীবের বৈচিত্র্যের উৎস কী কী?

উত্তরঃ 

(ক) জননের প্রকরণের সৃষ্টিঃ যৌন জননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়। এই জননকোষগুলিতে জিনের আদান-প্রদান ঘটে, ফলে বৈচিত্র সৃষ্টি হয়। আবার এই বৈচিত্র্যময় জননকোষগুলির যে কোনো দুটি পরস্পর মিলিত হয় বলে অপত্য বৈচিত্র্য সৃষ্টি হয়।

(খ) পরিব্যক্তি বা মিউটেশন ঃ কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। এই জিনের গঠনে হঠাৎ করে স্থায়ীভাবে পরিবর্তিত হলে তাকে বলে মিউটেশন বা পরিব্যক্তি। ের ফলে অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয়।

(গ) অভিযোজনঃ বিভিন্ন স্থানের পরিবেশ ও আবহাওয়া এবং জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের সঙ্গে জীব নিজেদেরকে মানিয়ে নিতে বৈশিষ্ট্যের বিভিন্ন পরিবর্তন ঘটে এবং পরিবেশের সাপেক্ষে অনুকূল করে তুলতে নিজেদের দেহের পরিবর্তন ঘটায় অর্থাৎ প্রকরণ ঘটায়, যাকে আমরা অভিযোজন বলি।


৩.৪ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য নিরূপণ করো :

  • অন্তঃকঙ্কাল
  • আঁশ

উত্তরঃ কনড্রিকথিস ও অসটিকথিস-এর পার্থক্য হল -

(ক) অন্তঃকঙ্কাল - কনড্রিকথিসের অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়; আর অসটিকথিসের অন্তঃকঙ্কাল অস্থিময়।

(খ) আঁশ - কনড্রিকথিসের দেহ অণুবীক্ষণিক প্লাকয়েড আঁশ দ্বারা আবৃত; কিন্তু অসটিকথিসের দেহ বীক্ষণিক সাইক্লয়েড টিনয়ড বা গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


৪.১ উভচর শ্রেণির তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। "এই পর্বের প্রাণীদের দেহে সন্ধিল উপাঙ্গ উপস্থিত থাকে" - পর্বটির প্রাণীদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।

উত্তরঃ উভচর শ্রেণির তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হল -

(১) চর্ম সিক্ত ও নগ্ন প্রকৃতির

(২) শৈশবকাল এবং পূর্ণাঙ্গ অবস্থা স্থলে অতিবাহিত হয়

(৩) অগ্রপশ্চাৎ পদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি আঙ্গুল থাকে।

পর্বের নাম হল আর্থ্রোপোড বা সন্ধিপদ। এই সন্ধিপদ পর্বের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য হলো -

(১) দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত

(২) সন্ধির উপাঙ্গ উপস্থিত

(৩) রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close