model activity task class 9 history january 2022
Type Here to Get Search Results !

model activity task class 9 history january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

নবম শ্রেণি

ইতিহাস

পূর্ণমান - ২০


Download App For : Model Activity Task 2022


১. শূন্যস্থান পূরণ করো :


(ক) 'দ্য স্যোসাল কনট্রাক্ট' বইটি লিখেছিলেন __________।

উত্তরঃ 'দ্য স্যোসাল কনট্রাক্ট' বইটি লিখেছিলেন রুশো


(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন __________।

উত্তরঃ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই


(গ) বুর্জোয়ারা ছিল __________ সম্প্রদায়ভুক্ত।

উত্তরঃ বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত।


(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের __________।

উত্তরঃ বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ই জুলাই


২. ঠিক-ভুল নির্ণয় করো :

(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভোগী।

উত্তরঃ ঠিক


(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু।

উত্তরঃ ঠিক


(গ) 'কাঁদিদ' নামক বইটি লিখেছিলেন রুশো।

উত্তরঃ ভুল


(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল।

উত্তরঃ ঠিক


৩. স্তম্ভ মেলাও :

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

তেইল

টাইদ

গ্যাবেল

ভ্যান্তিয়েম

সম্পত্তির ওপর ধার্য কর

লবন কর

ভূমিকর

ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

তেইল

টাইদ


গ্যাবেল

ভ্যান্তিয়েম

ভূমিকর
ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর
লবন কর
সম্পত্তির ওপর ধার্য কর


৪. সংক্ষেপে উত্তর দাও (২-৩টি বাক্য) :


(ক) 'অঁসিয়া রেজিম' বলতে কী বোঝো?

উত্তরঃ ফরাসি বিপ্লবের আগ্র মধ্যযুগীয় যাজকতন্ত্র, অভিজাততন্ত্র, স্বৈরাচারী দৈব রাজতন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতি বিষয়গুলি ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবথায় দৃঢ়ভাবে চেপে বসেছিল। ফ্রান্সের এই মধ্যযুগীয় ব্যবস্থা সাধারণভাবে 'পুরাতনতন্ত্র' বা 'অঁসিয়া রেজিম' নামে পরিচিত।


(খ) 'থার্মিডরীয় প্রতিক্রিয়া' কী?

উত্তরঃ রোবসপিয়ার সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে ব্যাপক হত্যাকান্ড চালান। এতে আতঙ্কিত হয়ে জ্যাকোবিন দল ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৭ এপ্রিল রোবসপিয়ার ও তাঁর অনুগামীদের বন্দি করে পরদিন তাঁদের গিলোটিনে হত্যা করে। এই ঘটনা 'থার্মিডরীয় প্রতিক্রিয়া' নামে পরিচিত।


(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী?

উত্তরঃ ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ হল - সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। 


(ঘ) 'টেনিস কোর্টের শপথ' -এর প্রধাণগুলি কী ছিল?

উত্তরঃ ফরাসি জাতীয় সভার তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন আইনসভার প্রবেশ করতে গয়ে দেখেন যে, সভাকক্ষ বন্ধ রয়েছে। এরপর ক্ষুদ্ধ সদস্যরা মিরাবো ও আবে সিইয়েসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়ে শপথ গ্রহণ করেন যে, ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এই ঘটনা 'টেনিস কোর্টের শপথ' নামে পরিচিত।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close