LightBlog
model activity task class 8 bengali january 2022
Type Here to Get Search Results !

model activity task class 8 bengali january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

অষ্টম শ্রেণি

বাংলা

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :


১.১ 'বোঝাপড়া' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে -

(ক) পুনশ্চ

(খ) খেয়া

(গ) শেষলেখা

(ঘ) ক্ষণিকা

উত্তরঃ (ঘ) ক্ষণিকা


১.২ 'অনেক __________ কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে' - শূণ্যস্থানে বসবে

(ক) ঝগড়া

(খ) শঙ্কা

(গ) ঝঞ্ঝা

(ঘ) অশ্রু

উত্তরঃ (গ) ঝঞ্ঝা


১.৩ 'আকাশ তবু ___________ থাকে' - শূন্যস্থানে বসবে

(ক) ডাগর

(খ) সুনীল

(গ) আঁধার

(ঘ) মস্ত

উত্তরঃ (খ) সুনীল


২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


২.১ 'কতকটা এ ভবের গতিক' - 'ভবের গতিক' টি কী?

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি বলেছেন কেউ আমাদের ভালোবাসে, কেউ সিকি পয়সা ধার না এটাই ভাররে অর্থাৎ পৃথিবীর গতিক।


২.২ 'চলে আসছে এমনি রকম' - কোন্‌ সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন?

উত্তরঃ মানুষের ভাগ্য চিরদিন একইরকম থাকে না। প্রত্যেক মানুষই একে অপরকে কখন না কখন ফাঁকি দেয়। তাই একজন মানুষ কিছুটা সুখ ভোগে করার পরেই আসে দুঃখ, তখন হয় তো অপর ব্যাক্তি সুখ ভোগের সৌভাগ্য লাভ করে। মানুষের উদ্ভবের আদিকাল থেকেই এই নিয়ম চলে আসছে।


২.৩ 'সেইটে সবার চেয়ে শ্রেয়' - কোন্‌ বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বোঝাপড়া' কবিতায় কবি বলেছেন, জীবনের নানান খারাপ অবস্থার মধ্যে হাল না ছেড়ে, ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। এটিই সবার চেয়ে শ্রেয়।


৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ 'তবু ভেবে দেখতে গেলে' - কবি কী ভেবে দেখার কথা বলেছেন?

উত্তরঃ উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত 'বোঝাপড়া' কবিতা থেকে গৃহীত হয়েছে।

     জগতে কেউ কারো মত নয় সবাই আলাদা। তবুও সবাই এজে অপরকে পিছনে ফেলে এগোতে চায়। তাই কবি ভেবে দেখতে বলেছেন, যে খুশির জন্য আমরা এমন করি তা তো একজনের প্রতি ভালোবেসে হাত বাড়ালেই পাওয়া যায়।


৩.২ 'শঙ্কা যেথায় করে না কেউ / সেইখানে হয় জাহাজ-ডুবি'। - উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বোঝাপড়া' কবিতা থেকে সংকলিত আলোচ্য উদ্ধৃতাংশটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন যে জীবনে চলা পথে আমরা অনেক বিষয়কে ভাবনা চিন্তার মধ্যে আনিনা। অনেক ঘটনাকে গভীর চিন্তা না করে অগ্রাহ্য ও অবহেলা করি। যার থেকে কোন ভয় নেই মনে করি দেখা যায় সেই আমাদের সমূহ বিপদের কারণ।


৩.৩ 'দোহাই তবে এ কার্যটা / যত শীঘ্র পারো সারো'। - কবি কোন্‌ কার্যটা দ্রুত সারতে বলেছেন?

উত্তরঃ উদ্ধৃত উক্তিটি গৃহীত হয়েছে বিশ্ব বন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বোঝাপড়া' কবিতা থেকে। তমসাচ্ছন্ন জীবনের জন্য বিধাতাকে দায়ী করা ঠিক নয়। কবি 'এ কার্যটা' বলতে অযথা হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। কবির মনে হয়েছে, এমন দ্বিধা-দ্বন্দ্বমনের মধ্যে না রাখাই ভালো।

     জীবনেরবিপর্যয়ের মেঘ ঘনিয়ে আসলে মানুষ নিজের ভাগ্যকে দূষতে থাকে। অর্থাৎ সে অদৃষ্টনির্ভর হয়ে পড়ে। কিন্তু এতে নিজের ক্ষতি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই কবি ভাগ্যের দোহাই ছেড়ে যতখানি সম্ভব নিজের উদ্যোগে এগিয়ে চলার উপদেশ দিয়েছেন।


৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :


'ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে'। 

পঙক্তিদুটি 'বোঝাপড়া' কবিতায় কতবার ব্যবহাত করা হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো।

উত্তরঃ আলোচ্য পঙক্তিটি 'বোঝাপড়া' কবিতায় পাঁচবার ব্যবহার করা হয়েছে।

     জীবন চলার পথে মানুষকে হাজার সমস্যার সম্মুখীন হতে হয়-সেই সমস্যা থেকে মুক্তি পেতে মানুষকে আবার মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়। মনই মানুষকে চালিত করে। তাই সবার মনে রাখা দরকার, জগতে সবাইকে আমি যেমন ভালোবাসি না তেমনি আমাকেও সবাই ভালবাসবে না - মেনে নেবে না। কেউ সবকিছু বিকিয়ে দেয়, কেউ আবার কারো ধার ধারে না। আবার এমনও হয় যে মানুষ যেখানে সামান্য বিপদে আশংকা করে না হয়তো সেখান থেকেই বিপদ আসে। কিন্তু তাই বলে ভেঙে পড়া ঠিক নয়। বিধাতার সঙ্গে বিবাদ করাও উচিত নয়। মনের সঙ্গে বোঝাপড়া করে পার্থক্য দূর করতে হবে। তা না হলে জগতের সার্বিক আনন্দে শামিল হওয়া যাবে না। মনের সঙ্গে লড়াই করে পরিস্থিতি সামাল দিয়ে চলতে হয়। সব ব্যাপারে মনের ভূমিকা সর্বাধিক বলেই কবি মনের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে পংক্তিটির পুনরাবৃতি করেছেন।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close