2022 Activity Task (January)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
ভৌতবিজ্ঞান
পূর্ণমান - ২০
Download App For : Model Activity Task 2022
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ নীচের যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো -
(ক) N₂
(খ) O₂
(গ) N₂O
(ঘ) H₂
উত্তরঃ (গ) N₂O
১.২ যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যার জলীয় দ্রবণ আম্লিক সেটি হলো -
(ক) CH₄
(খ) N₂O
(গ) CO₂
(ঘ) CFC
উত্তরঃ (গ) CO₂
১.৩ যে গ্যাসটি ওজোন স্তরের ক্ষতি করে না সেটি হলো -
(ক) N₂
(খ) N₂O
(গ) NO
(ঘ) NO₂
উত্তরঃ (ক) N₂
২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ বায়ুমন্ডলে গ্রিনহাউস গ্যাসের একটি স্তর আছে বলেই গ্রিনহাউস এফেক্ট ঘটছে।
উত্তরঃ মিথ্যা
২.২ ফসিল ফুয়েল পোড়াবার ফলে সৃষ্ট CO₂ গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রধান কারণ।
উত্তরঃ সত্য
২.৩ পৃথিবীর বায়ুমন্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিনহাউস গ্যাস নয়।
উত্তরঃ সত্য
২.৪ উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম।
উত্তরঃ মিথ্যা
২.৫ কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোনের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায়।
উত্তরঃ মিথ্যা
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ গ্লোবাল ওয়ার্মিংয়ের দুটি ক্ষতিকারক প্রভাব হল -
(১) আবহাওয়া অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা, ঝড়ঝঞ্জা ইত্যাদি হবে।
(২) মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ গলবে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে উপকূলবর্তী এলাকাগুলিকে ডুবিয়ে দেবে।
৩.২ 'গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণসৃষ্টির উপযুক্ত উষ্ণতা সৃষ্টি হত না' - যুক্তিসহ সমর্থন করো।
উত্তরঃ বায়ুমন্ডলে উপস্থিত কার্বন-ডাই-অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিনহাউস গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে অবলোহিত রশ্মি রূপে মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন এলাকাকে এমন এক সীমার মধ্যে উত্তপ্ত রাখে যা সমগ্র জীবকুলের পক্ষে বেঁচে থাকার অনুকূল তাপমাত্রা। গ্রিনহাউস প্রভাব না ঘটলে পৃথিবীপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমন্ডলের গড় উষ্ণতা হত -৩০ ডিগ্রী সেলসিয়াস, ফলে পৃথিবী জীবজগতের বেঁচে থাকার উপযুক্ত থাকত না। সুতরাং পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে গ্রিনহাউস প্রভাবের ভূমিকা অপরিসীম।
৩.৩ ওজোনস্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি উল্লেখ করো।
উত্তরঃ ওজোনস্তরের ক্ষতি হলে জীবজগতের যেসব ক্ষতি হবে তার দুটি হল -
(১) পৃথিবীর উষ্ণতার বৃদ্ধি ঘটবে।
(২) চামড়ার ক্যানসার, সান-বার্ন, চোখে ছানি পড়া ইত্যাদি রোগের প্রকোপ বাড়বে।
৪. নীচের প্রশ্ন দুটির উত্তর দাও :
৪.১ কাচের গ্রিনহাউসের মধ্যের বাতাস বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে যে যে কারণে সেগুলো ব্যাখ্যা করো।
উত্তরঃ কাচ তাপের কুপরিবাহী। কাচের ঘরে সূর্যের আলো এবং তাপ সহজেই ঢুকতে পারে আর ঘরের ভিতরে থাকা গাছপালা, মাটি তা শুষে নেই। কিন্তু মজার ব্যাপার হল যখন এই দৈর্ঘ্য বেদলে তা হয়ে যায় ইনফ্রারেড রেডিয়েশান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। কাচের দেওয়াল এই ইনফ্রারেড রশ্মিকে বাইরে যেতে দেয় না। ফলে কাচের ঘরের মধ্যে তাপমাত্রা বাইরের বায়ুমন্ডলের থেকে বেশী থাকে।
৪.২ ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোনস্তরে 'ছিদ্র' হওয়ার প্রকৃত অর্থ কী কী তা ব্যাখ্যা করো।
উত্তরঃ ওজোনস্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন।
ওজোন স্তর একটি প্রাকৃতিক সৌরপর্দা, যা বায়ুমন্ডলে উপস্থিত থেকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মিকে ভূপৃষ্ঠে প্রবেশ করতে বাঁধা দেয়। কিন্তু গত কয়েক দশক ধরে ক্রম্বর্দ্ধমান ক্লোরিন পরমানুর প্রভাবে এই ওজন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়ে ক্রমশ পাতলা হয়ে পড়ছে, যাকে ওজোন বিনাশক বলা হচ্ছে। আণ্টার্কটিকায় শীতকালে সূর্যের অনুপস্থিতির জন্য নিম্ন স্ট্রাটোস্ফিয়ারে উষ্ণতা কমে গিয়ে বায়ুর তাপ দ্রুত হ্রাস পায়।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ