2022 Activity Task (January)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
দশম শ্রেণি
জীবনবিজ্ঞান
পূর্ণমান - ২০
Download App For : Model Activity Task 2022
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা নির্বাচন করো -
(ক) ACTH
(খ) GH
(গ) TSH
(ঘ) ADH
উত্তরঃ (ঘ) ADH
১.২ নীচের যে জোড়টি সঠিক নয় তা শনাক্ত করো -
(ক) ফোটোন্যাস্টিক চলন - সূর্যমুখী
(খ) থার্মোন্যাস্টিক চলন - টিউলিপ
(গ) সিসমোন্যাস্টিক চলন - পদ্ম
(ঘ) কেমোন্যাস্টিক চলন - সূর্যশিশির
উতরঃ (গ) সিসমোন্যাস্টিক চলন - পদ্ম
১.৩ ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও -
(ক) GH
(খ) FSH
(গ) ADH
(ঘ) ACTH
উত্তরঃ (খ) FSH
২. নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :
২.১ গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়।
উত্তরঃ মিথ্যা
২.২ ফোটোট্যাকটিক চলনে ক্ল্যামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে।
উত্তরঃ সত্য
২.৩ আগাছানাশক হিসেবে কৃত্রিক অক্সিনের ভূমিকা আছে।
উত্তরঃ সত্য
২.৪ হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না।
উত্তরঃ মিথ্যা
৩. দুই-তিন বাক্যে উত্তর দাও :
৩.১ 'উদ্ভিদের কান্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়' - একটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো।
উত্তরঃ উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখা আলোর উৎসের দিকে এগিয়ে যায় ও বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই এক্ষেত্রে উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখার চলনকে আলোর অনুকূলবর্তী চলন বলে।
যেমন - একটি টবে লাগানো সতেজে চারাগাছকে একটি অন্ধকার ঘরের জানালার পাশে টেবিলের ওপর রাখলাম এবং জানালার একটি পাল্লা খুলে রাখলাম। কয়েকদিন পর পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, চারাগাছটি ক্রমশ খোলা জনালার দিকে বেঁকে যাচ্ছে। এই পরীক্ষাটি থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের কান্ড ও শাখা-প্রশাখার চলন আলোক অনুকূলবর্তী।
৩.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য নিরূপণ করো :
- উদ্দীপকের প্রভাব
- অক্সিন হরমোনের প্রভাব
উত্তরঃ ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য হল -
উদ্দীপকের প্রভাব - ট্রপিক চলন উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
অক্সিন হরমোনের প্রভাব - ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় কিন্তু ন্যাস্টিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না।
৩.৩ মানবদেহের টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তরঃ মানবদেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা অপরিসীম -
(ক) এই হরমোন পুরুষ দেহে যৌনাঙ্গের বিকাশ ঘটাতে সাহায্য করে।
(খ) এই হরমোন শুক্রাণু উৎপাদন ক্রিয়া অব্যাহত রাখে।
(গ) এই হরমোনের প্রভাবে পুরুষদের দেহে গোঁফ, দাড়ি বের হয়।
৩.৪ জিব্বেরেলিন হরমোনের উৎস উল্লেখ করো।
উত্তরঃ বীজপত্র, পরিপক্ক বীজ, অপরিণত পাতা, শীর্ষমুকুল, অঙ্কুরিত চারাগাছ প্রভৃতি অংশ থেকে জিব্বেরেলিন উৎপন্ন হয়।
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি আলোচনা করো। "ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পরের বিপরীতধর্মী" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্য করো।
উত্তরঃ কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ যখন অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, একে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। TSH, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরণে উদ্দীপনা জোগায়। যখন বেশি থাইরক্সিন ক্ষরিত হয়, তখন এটি পিটুইটারি গ্রন্থিকে প্রভাবিত করে TSH ক্ষরণ কমিয়ে দেয়। এইভাবে থাইরক্সিন সঠিক মাত্রা বজায় থাকে।
ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে। অপরপক্ষে গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। এই কারণে ইনসুলিন ও গ্লুকাগনকে বিপরীত হরমোন বলে।
অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন
পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ