model activity task class 10 history january 2022
Type Here to Get Search Results !

model activity task class 10 history january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণি

ইতিহাস

পূর্ণমান - ২০


Download App For : Model Activity Task 2022


১. শূন্যস্থান পূরণ করো :


(ক) 'সোমপ্রকাশ' ছিল একটি _________পত্রিকা।

উত্তরঃ 'সোমপ্রকাশ' ছিল একটি সাপ্তাহিক পত্রিকা।


(খ) 'বেঙ্গল গেজেট' নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন __________।

উত্তরঃ 'বেঙ্গল গেজেট' নামে প্রথম সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন অগাস্টার হিকি


(গ) মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ___________ খ্রিস্টাব্দে।

উত্তরঃ মোহনবাগান আই.এফ.এ. শিল্ড জিতেছিল ১৯১১ খ্রিস্টাব্দে।


(ঘ) জীবনের ঝরাপাতা হল একটি ___________।

উত্তরঃ জীবনের ঝরাপাতা হল একটি আত্মজীবনী


২. ঠিক-ভুল নর্ণয় করো :


(ক) ভারতের ঔপনিবেশিক অরণ্য প্রধানত সাংস্কৃতিক ইতিহাসচর্চার বিষয়।

উত্তরঃ ভুল


(খ) সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে।

উত্তরঃ ঠিক


(গ) সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে।

উত্তরঃ ঠিক


(ঘ) সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণির মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়।

উত্তরঃ ঠিক


৩. স্তম্ভ মেলাও :


‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

সোমপ্রকাশ

বঙ্গদর্শন

সত্তর বৎসর

জীবনস্মৃতি

রবীন্দ্রনাথ ঠাকুর

বিপিনচন্দ্র পাল

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

সোমপ্রকাশ

বঙ্গদর্শন

সত্তর বৎসর

জীবনস্মৃতি

দ্বারকানাথ বিদ্যাভূষণ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বিপিনচন্দ্র পাল
রবীন্দ্রনাথ ঠাকুর


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


(ক) সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ যেসব পত্রপত্রিকা সময়ের নির্দিষ্ট ব্যবধানে (প্রতি সপ্তাহে বা প্রতি পনেরো দিন অন্তর বা প্রতিমাসে বা প্রতি তিন মাস অন্তর) প্রকাশিত হয় যা সাময়িকপত্র নামে পরিচিত। ১৮১৮ খ্রিস্টাব্দে জে মার্শম্যানের সম্পাদনায় 'দিগ্‌দর্শন' প্রকাশের মাধ্যমে বাংলা সাময়িকপত্রের সূচনা ঘটে।

     অন্যদিকে দৈনিক নানা খবরাখবর নিয়ে প্রকাশিত পত্রিকা সংবাদপত্র নামে পরিচিত, যেনন - গঙ্গাকিশোর ভট্টাচারযের সম্পাদনায় প্রকাশিত 'বাঙ্গাল গেজেট' ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।


(খ) স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী?

উত্তরঃ স্থানীয় ইতিহাসচর্চার গুরুত্ব হল -

(১) এই ইতিহাসের মাধ্যমে অনালোকিত বিশেষ বিশেষ স্থানের পারিবারিক ও লোকপরম্পরার ইতিহাস, শিল্প স্থাপত্য ও সংস্কৃতির ইতিহাস জানা সম্ভব হয়।

(২) স্থানীয় ইতিহাস যেহেতু একটি অঞ্চলের যেমন গ্রামের বা শহরের ইতিহাস তাই এই ইতিহাসের পরিসর সীমিত। কিন্তু বৃহত্তর জাতীয় ইতিহাস স্থানিক ইতিহাসের ওপরেও প্রভাব ফেলে।


(গ) ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহরুর?

উত্তরঃ পন্ডিত জহরলাল নেহেরু ব্যক্তিগত ৩০টি চিঠি শিশুকন্যা ইন্দিরাকে লিখেছিলেন। এই চিঠিগুলি লেখার প্রধান উদ্দেশ্য ছিল - পৃথিবীর উৎপত্তি, আদিম মানুষের বিবর্তন থেকে শুরু করে ভারতবর্ষে আর্যদের আগমন, ধর্মীয় চেতনার বিবর্তনসহ বিশ্ব ইতিহাসের নানান বিষয় সম্পর্কে শিশুকন্যা ইন্দিরাকে জানানো। অর্থাৎ শিশুকন্যার ইতিহাস চেতনা গড়ে তোলা।


(ঘ) ফটোগ্রাফ কীভাবে আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়?

উত্তরঃ ফোটোগ্রাফগুলি ভারতের আধুনিক ইতিহাসচর্চার গুরুত্বপূর্ণ উপাদান, কারণ -

(১) আধুনিক ভারতের ইতিহাসে ১৮৫০ -এর দশক থেকে ভারতের বিদ্রোহ, রাজনৈতিক ব্যক্তিত্ব, আর্থসামাজিক ক্ষেত্র-সহ সাংস্কৃতিক ক্ষেত্রের বিভিন্ন দিককে ফোটোগ্রাফির মাধ্যমে ধরে রাখা শুরু হয়।

(২) আবার বিশ শতকে মহাত্মা গান্ধি, সুভাষচন্দ্র বসুর আন্দোলনসহ ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন এবং দেশভাগের যন্ত্রণার মুহূর্তকেও ফোটোগ্রাফির মাধ্যমে ধরে রাখা হয়েছে।

(৩) ফোটোগ্রাফগুলিতে ব্যক্তিদের পোশাক, দাঁড়ানোর ভঙ্গি, মনোভাব বিশ্লেষণ করে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান জানা যায়।


অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close