model activity task class 10 geography january 2022
Type Here to Get Search Results !

model activity task class 10 geography january 2022

 2022 Activity Task (January)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

দশম শ্রেণি

ভূগোল

পূর্ণমান : ২০


Download App For : Model Activity Task 2022


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ নীচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো -

(ক) আবহবিকার

(খ) নগ্নীভবন

(গ) অগ্ন্যুদগম

(ঘ) পুঞ্জিত ক্ষয়

উত্তরঃ (গ) অগ্ন্যুদগম


১.২ যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখন্ড পরসস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয়; তাকে বলে-

(ক) অবঘর্ষ ক্ষয়

(খ) দ্রবণ ক্ষয়

(গ) জলপ্রপবাহ ক্ষয়

(ঘ) ঘর্ষণ ক্ষয়

উত্তরঃ (ঘ) ঘর্ষণ ক্ষয়


১.৩ ঠিক জোড়টি নির্বাচন করো -

(ক) নদীর অধিক নিম্নক্ষয় - প্লাবনভূমি

(খ) নদীর অধিক পার্শ্বক্ষয় - গিরিখাত

(গ) নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান - জলপ্রপাত

(ঘ) নদীর উচ্চগতিতে অধিক ক্ষয়কাজ - বদ্বীপ।

উত্তরঃ (গ) নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান - জলপ্রপাত


২.১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :


২.১.১ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো __________।

উত্তরঃ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বাজাদা


২.১.২ নদীর ক্ষয়কার্যের ফলে নদীখাতে সৃষ্টগর্ত হলো __________।

উত্তরঃ নদীর ক্ষয়কার্যের ফলে নদীখাতে সৃষ্টগর্ত হলো মন্থকূপ


২.২ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :


‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.২.১ নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ

২.২.২ হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ

২.২.৩ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত

১. এরিটি


২. ব্লো-আউট

৩. অশ্বক্ষুরাকৃতি হ্রদ

উত্তরঃ

‘ক’ স্তম্ভ

‘খ’ স্তম্ভ

২.২.১ নদীর ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ

২.২.২ হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ

২.২.৩ বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত

৩. অশ্বক্ষুরাকৃতি হ্রদ
১. এরিটি
২. ব্লো-আউট



৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


৩.১ মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়?

উত্তরঃ মরুভূমির ভিতরের কোনো কোনো জায়গায় জলের উৎস থাকলে সেখানে গাছপালা, কৃষিকাজ গড়ে ওঠে। এই জায়গাগুলিকেই বলে মরুদ্যান। মরুদ্যান, মরুভূমি অতিক্রমকারী মানুষের কাছে স্বর্গের সমান।

     মরূদ্যান ভৌমজল পাওয়া যায়, ফলে সেখানে গাছপালা গড়ে ওঠে এবং কৃষিকাজ ও পশুপালনের পরিবেশ সৃষ্টি হয়। তাই মরূদ্যান জনবসতি গড়ে ওঠার সহায়ক।


৩.২ 'উঁচু পার্বত্য উপত্যকায় ক্রেভাসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ।' - সংক্ষেপে এর ভৌগোলিক কারন ব্যাখ্যা করো।

উত্তরঃ বার্গস্রুন্ড ও ক্রেভাস পর্বতারোহীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ফাঁক বা ফাটলগুলি গ্রীষ্মকালে গভীর পরিখা সৃষ্টি করে যা অতিক্রম করা বেশ দুরূহ। কখনও পাড় ভেঙে নীচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শীতকালে এই ফাটলগুলির ওপরে হালকা তুষার বা হিমানী সম্প্রপাতের বরফ জমে। ফলে বরফ সমেত হুড়মুড়িয়ে নীচে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং মৃত্যু প্রায় অবধারিত। তাই এই সকল অঞ্চলে অভিযানে গেলে পর্বতারোহীদের হিমবাহ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হয়।


৪. নীচের প্রশ্নটির উত্তর দাও :


মরু সম্প্রসারণ রোধের তিনটি উল্লেখ করো।

উত্তরঃ মরুভূমি সম্প্রসারণ রোধ করার উপায়গুলি হল -

(১) মরুভূমিতে যে সামান্য বৃষ্টি হয় তা ধরে রাখার জন্য গর্ত, চেক ড্যাম তৈরি দরকার।

(২) জমির লবণতা যাতে কমে তার জন্য বিভিন্ন ফসলের চাষ দরকার। শুঁটি জাতীয় উদ্ভিদ চাষে জমির উর্বরতা বাড়ে।

(৩) বালিয়াড়ি সম্প্রসারণ রোধের জন্য বেড়া দেওয়ার মতো করে গাছ লাগানো দরকার। 


৫. নীচের প্রশ্নটির উত্তর দাও :


ঝুলন্ত উপত্যকা ও রসে মতানে সৃষ্টির প্রক্রিয়ার সচিত্র বিবরণ দাও।

উত্তরঃ 

ঝুলন্ত উপত্যকাঃ প্রধান নদীতে যেমন উপনদী মেশে তেমনি প্রধান হিমবাহের সাথে ছোটো ছোটো হিমবাহ এসে মিলিত হয়। ছোটো হিমবাহের উপত্যকা অপেক্ষা প্রধান হিমবাহের উপত্যকা অনেক বৃহৎ ও সুগভীর হয়। এরূপ অবস্থায় মনে হয় ছোটো হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে রয়েছে। একেই বলে ঝুলন্ত উপত্যকা। বদ্রিনাথের নিকট ঋষিগঙ্গা ঝুলন্ত উপত্যকার উদাহরণ। ঝুলন্ত উপত্যকা অংশে হিমবাহ সরে গিয়ে নদী সৃষ্টি হলে জলপ্রপাতের উৎপত্তি ঘটে।


রসে মতানেঃ হিমবাহ প্রবাহপথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে হিমবাহ প্রবাহের দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং বিপরীত অংশে উৎপাটন প্রক্রিয়ায় অসমতল, এবড়োখেবড়ো ও ফাটলযুক্ত হয়। এরূপ ভূমিরূপ হল রসে মতানে। 



অন্যান্য অ্যাক্টিভিটি পেতে ঃ এইখানে ক্লিক করুন


পিডিএফ পেতে ঃ এইখানে ক্লিক করুন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close