ABATA MADHYAMIK TEST PAPERS 2021-22
PHYSICAL SCIENCE
PAGE - 36
বিভাগ - 'খ'
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
2.1 বায়ো গ্যাসে উপস্থিত জৈব উপাদানটি কী?
উত্তরঃ মিথেন
2.2 জুবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় ট্রপোস্ফিয়ারে। (সত্য/মিথ্যা লেখো)
উত্তরঃ সত্য
অথবা, হাইড্রোজেন গ্যাসের চেয়ে LPG-এর তাপীয় মূল্য বেশি। (সত্য/মিথ্যা লেখো)
উত্তরঃ মিথ্যা
2.3 গ্যাস অণুর বেগ কোন্ তাপমাত্রায় শূন্য হয়?
উত্তরঃ -273оC
2.4 আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্কের মান __________। (শূন্যস্থান পূরণ করো)।
উত্তরঃ -1/273
2.5 স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন্ ধরনের দর্পন ব্যবহৃত হয়?
উত্তরঃ উত্তল দর্পন
অথবা, অবতল দর্পন দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কী রকম হবে?
উত্তরঃ সদ্ ও অবশীর্ষ
2.6 আয়তঘনকাকার একটি কাচের স্ল্যাবের ভেতর দিয়ে সাদা আলো যাওয়ার ফলে ঐ আলোর বিচ্ছুরণ ঘটে। (সত্য/মিথ্যা লেখো)
উত্তরঃ মিথ্যা
2.7 প্রিজমের ভেতর দিয়ে আলোকরশ্মি যাওয়ার ফলে আলোর গতিপথের বিচ্যুতির রাশিমালাটি লেখো।
উত্তরঃ δ = i₁ + i₂ - A
2.8 কুলম্বের সূত্রটি কি নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে?
উত্তরঃ হ্যাঁ
অথবা, নির্জল কোষের তড়িৎচালক বলের মান কত?
উত্তরঃ 1.8V
2.9 অ্যামমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়?
উত্তরঃ তড়িৎ প্রবাহমাত্রা
2.10 এক ওয়াট - ঘন্টা = কত জুল?
উত্তরঃ ৩৬০০ জুল
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
উত্তরঃ
2.12 হ্যালোজেনগুলির মধ্যে তীব্র বিজারক ধর্মী মৌল কোন্টি?
উত্তরঃ আয়োডিন
অথবা, একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তরঃ অ্যাসিটিলিন
2.13 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহণ কারা করে?
উত্তরঃ আয়ন
2.14 Ar - এর যোজ্যতা কত?
উত্তরঃ শূন্য
অথবা, CaH কি সমযোজী যৌগ?
উত্তরঃ না, তড়িৎযোজী যৌগ।
2.15 (সত্য।মিথ্যা লেখো) : O₂ আয়ন এবং Ne উভয়ই আইসোইলেকট্রনিক।
উত্তরঃ সত্য
অথবা, এমন একটি মৌলের নাম লেখো যার মধ্যে ত্রিবন্ধন দেখা যায়।
উত্তরঃ নাইট্রোজেন
2.16 দুটি অধাতব পরিবাহীর নাম লেখো।
উত্তরঃ গ্রাফাইট ও গ্যাস কার্বন
2.17 তড়িৎ বিশ্লেষণে কোন্ ধরণের বিক্রিয়া ঘটে?
উত্তরঃ জারন ও বিজারন
2.18 তড়িৎ বিশোধনে পাওয়া যায় এমন একটি ধাতুর নাম লেখো।
উত্তরঃ অ্যালুমিনিয়াম
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ