Madhyamik Physical Science ABTA Test Papers 2021-2022 Page 36 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Physical Science ABTA Test Papers 2021-2022 Page 36 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPER 2021-22

PHYSICAL SCIENCE

PAGE - 36


বিভাগ - 'ক'

১। বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো) :


১.১ কোন্‌ গ্রীন হাউস গ্যাস ভূ উষ্ণায়নের জন্য দ্বিতীয় স্থান দখল করে? 

(ক) জলীয় বাষ্প

(খ) CH4

(গ) N2O

(ঘ) CFC

উত্তরঃ (খ) CH4


১.২ গড়বেগ ও r m s বেগ

(ক) √T

(খ) T

(গ) T²

(ঘ) 1/√7

উত্তরঃ (খ) T


১.৩ 1 মিলিমোল NH₃ তে অণুর সংখ্যা হল

(ক) 6.022 х 10²³

(খ) 6.022 х 10²⁰

(গ) 6.022 х  10²⁴

(ঘ) 12.044 х 10²³

উত্তরঃ (খ) 6.022 х 10²⁰


১.৪ একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখলে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? 

(ক) সদ্‌ ও অবশীর্ষ

(খ) অসদ্‌ ও অবশীর্ষ

(গ) সদ্‌ ও সমশীর্ষ

(ঘ) অসদ্‌ ও সমশীর্ষ

উত্তরঃ (ঘ) অসদ্‌ ও সমশীর্ষ


১.৫ ₁μ₂ = ?

(ক) μ₁ х μ₂

(খ) μ₁ / μ₂

(গ) 1 / μ₁ х μ₂

(ঘ) μ₂ / μ₁

উত্তরঃ (ঘ) μ₂ / μ₁


১.৬ একটি গোলাকার আয়নার ক্ষেত্রে তার বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি হল

(ক) r/f = 2

(খ) r/f = 1/2

(গ) f = 2r

(ঘ) r/f = 1/4

উত্তরঃ (ক) r/f = 2


১.৭ 1JC-¹ হল 

(ক) 1W

(খ) 1 Ω

(গ) 1 V

(ঘ) 1 A

উত্তরঃ (গ) 1 V


১.৮ 'সিলিং ফ্যান' - এর কার্যনীতি কোন্‌ সূত্রটি মেনে চলে? 

(ক) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম

(খ) মোটর নিয়ম

(গ) ডায়নামো নিয়ম

(ঘ) লেঞ্জের সূত্র

উত্তরঃ (খ) মোটর নিয়ম


১.৯ কোন্‌টি তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ নয়? 

(ক) আর্ক ওয়েলডিং

(খ) বৈদ্যুতিক চুল্লি

(গ) চা ও কফি তৈরির যন্ত্র

(ঘ) পরিবর্তনশীল রোধ

উত্তরঃ (ঘ) পরিবর্তনশীল রোধ


১.১০ সর্বোচ্চ প্রথম আয়নায়ন বিভব যুক্ত মৌল

(ক) B

(খ) N

(গ) O

(ঘ) Be

উত্তরঃ (খ) N


১.১১ প্রদত্ত কোন্‌ জোড়টি হল আইসোইলেকট্রনিক?

(ক) Ne,O²-

(খ) Ne, O-

(গ) Ne, K+

(ঘ) Ne, Cl-

উত্তরঃ (ক) Ne,O²-


১.১২ কোন্‌ যৌগটি তিন ধরনের রাসায়নিক বন্ধন দেখায়?

(ক) AlCl₃

(খ) NaCl

(গ) NH₄Cl

(ঘ) CHCl₃

উত্তরঃ (গ) NH₄Cl


১.১৩ অষ্টক সূত্রের সম্প্রসারণ দেখা যায় যে যৌগে সেটি হল

(ক) H₂O

(খ) F₂

(গ) PCl₅

(ঘ) CHCl₃

উত্তরঃ (গ) PCl₅


১.১৪ রূপোর চামচে সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কোন্‌ দ্রবণ ব্যবহার করা হয়?

(ক) NiSO₄

(খ) CuSO₄

(গ) K[Ag(CN)₂]

(ঘ) K[Au(CN)₂]

উত্তরঃ (ঘ) K[Au(CN)₂]


১.১৫ মৃদু তরিৎবিশ্লেষ্য পদার্থ হল

(ক) HCl

(খ) Na₂SO₄

(গ) Ca(OH)₂

(ঘ) NH₄OH

উত্তরঃ (ঘ) NH₄OH


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close