Madhyamik Life Science ABTA Test Papes 2021-2022 Page 44 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papes 2021-2022 Page 44 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 44


বিভাগ - 'ক'


১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :


১.১ একটি ট্রপিক হরমোন হল -

(ক) টেস্টোস্টেরন

(খ) TSH

(গ) প্রজেস্টেরন

(ঘ) ইস্ট্রোজেন

উত্তরঃ (খ) TSH


১.২ অ্যান্টি কিটোজেনিক হরমোন হল -

(ক) ইনসুলিন

(খ) গ্লুকাগন

(গ) STH

(ঘ) প্রোল্যাকটিন

উত্তরঃ (ক) ইনসুলিন


১.৩ পায়রার ডানায় বড় পালকের (রেমিজেস) সংখ্যা -

(ক) ২৩টি

(খ) ১২টি

(গ) ১৩টি

(ঘ) ২১টি

উত্তরঃ (ক) ২৩টি


১.৪ জিওট্রপিক চলনের উদ্দীপক হল -

(ক) জল

(খ) তাপ

(গ) আলো

(ঘ) অভিকর্ষ

উত্তরঃ (ঘ) অভিকর্ষ


১.৫ স্নায়ুতন্ত্রের মোট কোষের কত শতাংশ নিউরোগ্লিয়া -

(ক) ৬০ শতাংশ

(খ) ৯০ শতাংশ

(গ) ৭০ শতাংশ

(ঘ) ৮০ শতাংশ

উত্তরঃ (খ) ৯০ শতাংশ


১.৬ কোষ চক্রের কোন্‌ দশাতে DNA সংশ্লেষ হয়? -

(ক) G₀ দশা

(খ) G₁ দশা

(গ) G₂ দশা

(ঘ) S দশা

উত্তরঃ (ঘ) S দশা


১.৭ আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে? -

(ক) বায়ু

(খ) পতঙ্গ

(গ) জল 

(ঘ) বাদুড়

উত্তরঃ (খ) পতঙ্গ


১.৮ জনুক্রম দেখা যায় কোন্‌ জীবটিতে? -

(ক) কেঁচো

(খ) পান

(গ) ফার্ন

(ঘ) অ্যামিবা

উত্তরঃ (গ) ফার্ন


১.৯ সবচেয়ে উন্নত ধরনের কলম হল -

(ক) শাখাকলম

(খ) প্ল্যান্টলেট

(গ) জোড়কলম

(ঘ) এমব্রয়েড

উত্তরঃ (গ) জোড়কলম


১.১০ মানুষের মুখ্যবৃদ্ধিকাল হল -

(ক) কৈশোর দশা

(খ) বয়ঃসন্ধিকাল

(গ) শৈশব দশা

(ঘ) প্রাপ্তবয়স্ক কাল

উত্তরঃ (খ) বয়ঃসন্ধিকাল


১.১১ হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া কার অনুরূপ? -

(ক) ত্বকের বর্ণ

(খ) রাতকানা

(গ) ময়োপিয়া

(ঘ) বর্ণান্ধতা

উত্তরঃ (ঘ) বর্ণান্ধতা


১.১২ দ্বিসংকর জননে F₂ জনুতে জিনোটাইপের সংখ্যা হল -

(ক) ৬

(খ) ৩

(গ) ৯

(ঘ) ১

উত্তরঃ (গ) ৯


১.১৩ কোন্‌টি বংশগত রোগ নয়? 

(ক) অ্যানিমিয়া

(খ) থ্যালাসেমিয়া

(গ) বর্ণান্ধতা

(ঘ) হিমোফিলিয়া

উত্তরঃ (ক) অ্যানিমিয়া


১.১৪ দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে পরাগযোগ ঘটালে F₁ জনুতে কত শতাংশ সংকর লম্বা গাছ জন্মাবে? -

(ক) ১০০%

(খ) ৭৫%

(গ) ৫০%

(ঘ) ২৫%

উত্তরঃ (গ) ৫০%


১.১৫ YyRr জেনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? -

(ক) ৪

(খ) ৩

(গ) ২

(ঘ) ১

উত্তরঃ (ক) ৪


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close