ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
LIFE SCIENCE
PAGE - 44
বিভাগ - 'খ'
শূন্যস্থান পূরণ কর (যে কোনো পাঁচটি) :
২.১ পীতবিন্দু চক্ষুর _________ থাকে।
উত্তরঃ রেটিনায়
২.২ দুইটি নিউরোনের সংযোগস্থকলে __________ বলে।
উত্তরঃ সাইন্যাপস
২.৩ __________ দশায় কোষচক্র থেমে যায়।
উত্তরঃ G₀
২.৪ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে _________ কোষ বিভাজন।
উত্তরঃ মিয়োসিস
২.৫ চেকার বোর্ডের অপর নাম _________।
উত্তরঃ পানেট বোর্ড
২.৬ কোনো প্রজাতির মোট জিনের সমস্টিকে _________ বলে।
উত্তরঃ জিনপুল
সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যে কোনো পাঁচটি) :
A স্তম্ভের সাথে B স্তম্ভের বিধান করে জোড়গুলি লিখো (৫টি)
উত্তরঃ
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) :
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখ : বর্ণান্ধতা, মায়োপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া।
উত্তরঃ মায়োপিয়া
২.২০ লোকাস কাকে বলে?
উত্তরঃ ক্রোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে লোকাস বলে।
২.২১ জেনেটিক কোড কে অবিষ্কার করেন?
উত্তরঃ ডঃ খোরানা
২.২২ দ্বিতীয় জোড়ের শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : পিট্যুইটারি : অনালগ্রন্থি : লালাগ্রন্থি : __________.
উত্তরঃ সনালগ্রন্থি
২.২৩ হরমোন শব্দটি কোন্ গ্রীক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
উত্তরঃ হরমাও ( Harmao)
২.২৪ একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো।
উত্তরঃ ইথিলিন
২.২৫ অন্তর্গত বিষয়টি খুঁজে বের কর : এন্টোমোফিলি, অরনিথোফিলি, জুফিলি, অ্যানথ্রোপোফিলি।
উত্তরঃ জুফিলি
২.২৬ মস্তিষ্কের আবরণীর নাম কী?
উত্তরঃ মেনিনজেস
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
ARE ANSWERS GULO NAI OGULO OO DEN
উত্তরমুছুন