Madhyamik Life Science ABTA Test Papers 2021-2022 Page - 44 Part 2
Type Here to Get Search Results !

Madhyamik Life Science ABTA Test Papers 2021-2022 Page - 44 Part 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

LIFE SCIENCE

PAGE - 44


বিভাগ - 'খ'


শূন্যস্থান পূরণ কর (যে কোনো পাঁচটি) :


২.১ পীতবিন্দু চক্ষুর _________ থাকে।

উত্তরঃ রেটিনায়


২.২ দুইটি নিউরোনের সংযোগস্থকলে __________ বলে।

উত্তরঃ সাইন্যাপস


২.৩ __________ দশায় কোষচক্র থেমে যায়।

উত্তরঃ G₀


২.৪ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে _________ কোষ বিভাজন।

উত্তরঃ মিয়োসিস


২.৫ চেকার বোর্ডের অপর নাম _________।

উত্তরঃ পানেট বোর্ড


২.৬ কোনো প্রজাতির মোট জিনের সমস্টিকে _________ বলে।

উত্তরঃ জিনপুল


সত্য অথবা মিথ্যা নিরূপণ কর (যে কোনো পাঁচটি) :


A স্তম্ভের সাথে B স্তম্ভের বিধান করে জোড়গুলি লিখো (৫টি)

A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ ক্ষারীয় হরমোন

(ক) জিনোটাইপ

২.১৪ পতঙ্গের দেহ নি”সৃত হরমোন

(খ) ইমাসকুলেশন

২.১৫ প্যাকাইটিন উপদশা

(গ) অ্যানাফেজ

২.১৬ জীবের জীনগত বৈশিষ্ট্য হল

(ঘ) কাইনিন

২.১৭ উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ

(ঙ) ফেরোমোন

২.১৮ কোষবিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা

(চ) ক্রসিং ওভার


(ছ) অক্সিন

উত্তরঃ 

A স্তম্ভ

B স্তম্ভ

২.১৩ ক্ষারীয় হরমোন

(ঘ) কাইনিন

২.১৪ পতঙ্গের দেহ নি”সৃত হরমোন

(ঙ) ফেরোমোন

২.১৫ প্যাকাইটিন উপদশা

(চ) ক্রসিং ওভার

২.১৬ জীবের জীনগত বৈশিষ্ট্য হল

(ক) জিনোটাইপ

২.১৭ উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর অপসারণ

(খ) ইমাসকুলেশন

২.১৮ কোষবিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা

(গ) অ্যানাফেজ


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি) :


২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখ : বর্ণান্ধতা, মায়োপিয়া, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া।

উত্তরঃ মায়োপিয়া


২.২০ লোকাস কাকে বলে?

উত্তরঃ ক্রোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে লোকাস বলে।


২.২১ জেনেটিক কোড কে অবিষ্কার করেন? 

উত্তরঃ ডঃ খোরানা


২.২২ দ্বিতীয় জোড়ের শূণ্যস্থানে উপযুক্ত শব্দ বসাও : পিট্যুইটারি : অনালগ্রন্থি : লালাগ্রন্থি : __________.

উত্তরঃ সনালগ্রন্থি


২.২৩ হরমোন শব্দটি কোন্‌ গ্রীক শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তরঃ হরমাও ( Harmao)


২.২৪ একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো।

উত্তরঃ ইথিলিন


২.২৫ অন্তর্গত বিষয়টি খুঁজে বের কর : এন্টোমোফিলি, অরনিথোফিলি, জুফিলি, অ্যানথ্রোপোফিলি।

উত্তরঃ জুফিলি


২.২৬ মস্তিষ্কের আবরণীর নাম কী?

উত্তরঃ মেনিনজেস


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close