LightBlog
Madhyamik Physical Science ABTA Test Papers 2021-2022 Page - 81 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Physical Science ABTA Test Papers 2021-2022 Page - 81 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-22

PHYSICAL SCIENCE

PAGE - 81


বিভাগ - 'ক'


1. প্রতিটি প্রশ্নের নীচে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো :


1.1 ক্লোরোফ্লুওরোকার্বন দ্বারা বায়ুমন্ডলের যে স্তর ক্ষতিগ্রস্থ হয় সেটি হল

(ক)  মেসোস্ফিয়ার 

(খ) থার্মোস্ফিয়ার

(গ) ওজনোস্ফিয়ার

(ঘ) এক্সোস্ফিয়ার

উত্তরঃ (গ) ওজনোস্ফিয়ার


1.2 চার্লসের সূত্রে v-t লেখোচিত্রটি তাপমাত্রা অক্ষকে কোন্‌ তাপমাত্রায় (०C) ছেদ করে?

(ক) 0

(খ) 273

(গ) -273

(ঘ) 373

উত্তরঃ (গ) -273


1.3 কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 22 হলে সেটির আণবিক সংকেত নীচের কোন্‌টি হতে পারে?

(ক) CO₂

(খ) CH₄

(গ) C₂H₄

(ঘ) SO₂

উত্তরঃ (ক) CO₂


1.4 কোন্‌ আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? 

(ক) 0⁰

(খ) 45⁰

(গ) 60⁰

(ঘ) 90⁰

উত্তরঃ (ক) 0⁰


1.5 কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় যে বর্ণের আলোর ক্ষেত্রে সেটি হল

(ক) লাল

(খ) নীল

(গ) বেগুনী

(ঘ) সবুজ

উত্তরঃ (গ) বেগুনী


1.6 কোন্‌টির তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন? 

(ক) মাইক্রোওয়েভ

(খ) অবলোহিত তরঙ্গ

(গ) ץ রশ্মি

(ঘ) X রশ্মি

উত্তরঃ (গ) ץ রশ্মি


1.7 একটি অ-ওহমীয় পরিবাহী হল

(ক) তামা

(খ) দস্তা

(গ) কার্বন

(ঘ) সিলিকন

উত্তরঃ (ঘ) সিলিকন


1.8 ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম কাজে লাগিয়ে তৈরি হয়েছে

(ক) ইস্ত্রি

(খ) বৈদ্যুতিক মোটর

(গ) জেনারেটর

(ঘ) হিটার

উত্তরঃ (খ) বৈদ্যুতিক মোটর


1.9 উত্তর ও দক্ষিণে বিস্তৃত কোনো পরিবাহীর নীচে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎপ্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে

(ক) পূর্বদিকে

(খ) পশ্চিমদিকে

(গ) উত্তরদিকে

(ঘ) দক্ষিণদিকে

উত্তরঃ (ক) পূর্বদিকে


1.10 পর্যায় সারণির কোন্‌ শ্রেণিতে ক্ষারধাতুগুলি অবস্থিত? 

(ক) শ্রেণি ১৭

(খ) শ্রেণি ১

(গ) শ্রেণি ২

(ঘ) শ্রেণি ১৮

উত্তরঃ (খ) শ্রেণি ১


1.11 মেন্ডেলিভের পর্যায়সূত্রের ভিত্তি হল মৌলের

(ক) পারমাণবিক ভর

(খ) আণবিক ভর 

(গ) পারমাণবিক সংখ্যা

(ঘ) পরমাণুর ব্যাসার্ধ

উত্তরঃ (ক) পারমাণবিক ভর


1.12 প্রদত্ত কোন্‌ যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য?

(ক) লিথিয়াম হাইড্রাইড

(খ) ক্যালসিয়াম অক্সাইড

(গ) সোডিয়াম ক্লোরাইড

(ঘ) হাইড্রোজেন ক্লোরাইড

উত্তরঃ (ঘ) হাইড্রোজেন ক্লোরাইড


1.13 N₂ অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা

(ক) 2

(খ) 4

(গ) 6

(ঘ) 8

উত্তরঃ (গ) 6


1.14 তড়িদ্‌বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়

(ক) গ্রাফাইট

(খ) প্লাটিনাম

(গ) স্টিল

(ঘ) কপার

উত্তরঃ (ক) গ্রাফাইট


1.15 তড়িদ্‌বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে

(ক) জারণ

(খ) বিজারণ

(গ) বিয়োজন

(ঘ) সংযোজন

উত্তরঃ (খ) বিজারণ


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close