ABTA MADHYAMIK TEST PAPERS 2021-22
PHYSICAL SCIENCE
PAGE - 81
বিভাগ- 'খ'
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) :
2.1 মিথেন হাইড্রেটের প্রধান উপাদান কী?
উত্তরঃ মিথেন
অথবা, শূণ্যস্থান পূরণ করো : মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা __________।
উত্তরঃ হ্রাস পায়
2.2 একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও।
উত্তরঃ মিথেন
2.3 নীচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো : গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।
উত্তরঃ সত্য
2.4 কোন্ শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে?
উত্তরঃ নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়
2.5 আলোক বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
উত্তরঃ রামধনু
অথবা, কোন্ প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ্ ও খর্বাকার হয়?
উত্তরঃ উত্তল দর্পন
2.6 উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো।
উত্তরঃ গাড়ির ভিউফাইন্ডারে
2.7 আলোকরশ্মি বায়ু থেকে কাচে প্রবেশ করার আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোন্টি বড় হবে?
উত্তরঃ আপতন কোণ
অথবা, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন্ বর্ণের বিচ্যুতি সর্বাধিক?
উত্তরঃ বেগুনী
2.8 ফিউজ তারের বর্তনীর সাথে শ্রেণি না সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়?
উত্তরঃ শ্রেণি সমবায়ে
2.9 তড়িৎ ক্ষমতার এককটি লেখো।
উত্তরঃ ওয়াট
2.10 সত্য না মিথ্যা লেখো : বাড়িতে বিদ্যুৎশক্তি খরচের ব্যবহারিক এককটি হল BOT একক।
উত্তরঃ সত্য
2.11 বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
উত্তরঃ
2.12 HCl গ্যাসে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উত্তরঃ সমযোজী
2.13 O₂ অণুর লুইস ডটস চিত্র অঙ্কন করো।
উত্তরঃ
2.14 অষ্টক পূর্তি হয়নি এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও।
উত্তরঃ LiH
অথবা, Na ও Na+ এর মধ্যে কোন্টি বেশি সুস্থিত?
উত্তরঃ Na+
2.15 Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO₄ এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?
উত্তরঃ কিউপ্রিক আয়ন
2.16 তামার ওপর নিকেলের তড়িৎ লেপন করতে তড়িৎবিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?
উত্তরঃ নিকেল সালফেট ও সামান্য বোরিক অ্যাসিড
অথবা, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তরঃ NaCl
2.17 কোনো তড়িৎ বিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা?
উত্তরঃ আয়ন
2.18 জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন্ আয়নটি ক্যাথোডে যায়?
উত্তরঃ H+
অথবা, তড়িৎ বিশ্লেষণে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ