Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page - 228 Part - 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page - 228 Part - 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 228


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন -

(ক) রোমিলা থাপার

(খ) সুশোভন সরকার

(গ) সুমিত সরকার

(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (ঘ) রণজিৎ গুহ


১.২ 'কেকেরদেশ' বলা হয় -

(ক) স্কটল্যান্ডকে

(খ) আয়ারল্যান্ডকে

(গ) পর্তুগালকে

(ঘ) ইংল্যান্ডকে

উত্তরঃ (ক) স্কটল্যান্ডকে


১.৩ 'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

(ক) বিপিনচন্দ্র পাল

(খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

(ঘ) হরপ্রসাদ শাস্ত্রী

উত্তরঃ (খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়


১.৪ ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র -

(ক) বিল্বমঙ্গল

(খ) জামাইষষ্ঠী

(গ) আলম আরা

(ঘ) রাজা হরিশচন্দ্র

উত্তরঃ (ঘ) রাজা হরিশচন্দ্র


১.৫ বামাবোধিনী 'বামা' হলেন আসলে -

(ক) বিধবারা

(খ) বালিকারা

(গ) নব-বিবাহিতারা

(ঘ) সমগ্র নারীজাতি

উত্তরঃ (ঘ) সমগ্র নারীজাতি


১.৬ 'শব্দকল্পদ্রুম' গ্রন্থ রচনা করেন -

(ক) রামমোহন রায়

(খ) রাধাকান্ত দেব

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (খ) রাধাকান্ত দেব


১.৭ 'জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম -

(ক) স্কটিশ  চার্চ কলেজ

(খ) বিদ্যাসাগর কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ

(ঘ) চিত্তরঞ্জন কলেজ

উত্তরঃ (ক) স্কটিশ  চার্চ কলেজ


১.৮ 'বাউল গানের' প্রবর্তক হলেন -

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) লালন ফকির

(গ) কাজী নজরুল ইসলাম

(ঘ) অ্যালেনগিনস বার্গ

উত্তরঃ (খ) লালন ফকির


১.৯ প্রথম "ভারতীয় অরণ্য" আইন পাশ হয়েছিল -

(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে

(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে


১.১০ পাবনা কৃষক বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন -

(ক) আবু তোরাফ চৌধুরী

(খ) দুর্জন সিংহ

(গ) ঈশানচন্দ্র রায়

(ঘ) নরুলউদ্দিন

উত্তরঃ (গ) ঈশানচন্দ্র রায়


১.১১ ভিল বিদ্রোহ হয়েছিল -

(ক) মৈমন সিংহ

(খ) রংপুর

(গ) খান্দেশে

(ঘ) মালদহে

উত্তরঃ (গ) খান্দেশে


১.১২ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সূচনা হয়েছিল -

(ক) ঢাকাতে

(খ) মেদিনীপুরে

(গ) বারাসতে

(ঘ) মুর্শিদাবাদে

উত্তরঃ (ক) ঢাকাতে


১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রথম শহীদ হলেন -

(ক) ঈশ্বরী পান্ডে

(খ) মঙ্গল পান্ডে

(গ) নানাসাহেন

(ঘ) কনওয়ার সিংহ

উত্তরঃ (খ) মঙ্গল পান্ডে


১.১৪ "বঙ্গভাষা প্রকাশিকা সভা" কে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বলেছিলেন -

(ক) প্রসন্নকুমার ঠাকুর

(খ) দ্বারকানাথ ঠাকুর

(গ) কালীনাথ রায়চৌধুরী

(ঘ) যোগেশচন্দ্র বাগল

উত্তরঃ (ঘ) যোগেশচন্দ্র বাগল


১.১৫ নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয় -

(ক) নন্দলাল বসুকে

(খ) রামকিঙ্কর বেইজকে

(গ) গগনেন্দ্রনাথ ঠাকুরকে

(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে

উত্তরঃ (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুরকে


১.১৬ জমিদার সভা স্থাপিত হয় -

(ক) ১৮৩৬ খ্রিস্টাব্দে

(খ) ১৮৩৭ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৩৯ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে


১.১৭ ভারতে সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে -

(ক) ইংরেজরা

(খ) ফরাসিরা

(গ) ওলন্দাজরা

(ঘ) পর্তুগীজরা

উত্তরঃ (ঘ) পর্তুগীজরা


১.১৮ 'বিদ্যাবণিক' বলা হয় -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(খ) গঙ্গাকিশোর ভট্টাচার্যকে

(গ) উইলিয়াম কেরিকে

(ঘ) শিবচন্দ্র নন্দীকে

উত্তরঃ (ঘ) শিবচন্দ্র নন্দীকে


১.১৯ প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় -

(ক) গোলকচন্দ্রকে

(খ) শিবচন্দ্র নন্দীকে

(গ) মহেন্দ্রলাল সরকারকে

(ঘ) শিশিরকুমার মিত্রকে

উত্তরঃ (খ) শিবচন্দ্র নন্দীকে


১.২০ পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য হন -

(ক) ভারতের রাষ্ট্রপতি

(খ) ভারতের প্রধানমন্ত্রী

(গ) পশ্চিমবঙ্গের রাজ্যপাল 

(ঘ) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

উত্তরঃ (খ) ভারতের প্রধানমন্ত্রী


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close