ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 228
বিভাগ - খ
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ সত্তর বৎসর কার আত্মজীবনী।
উত্তরঃ বিপিনচন্দ্র পাল
২.১.২ 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকা কোথা থেকে প্রকাশিত হত?
উতরঃ কুমারখালি এলাকা থেকে
২.১.৩ 'ব্রহ্মানন্দ কার উপাধি ছিল?
উত্তরঃ কেশবচন্দ্র সেন
২.১.৪ 'হিন্দুমেলার' অপর নাম কী?
উত্তরঃ জাতীয় মেলা বা স্বদেশী মেলা
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ মেধা পাটকর "নর্মদা বাঁচাও" আন্দোলনের বিরোধী ছিলেন।
উত্তরঃ ভুল
২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।
উত্তরঃ ঠিক
২.২.৩ আরবি ভাষায় 'ফরাজি' শব্দের অর্থ হল ইসলামের নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য।
উত্তরঃ ঠিক
২.২.৪ ঐতিহাসিক আর জি প্রধান ভারতের জাতীয়তাবাদের জনক বলেছেন স্বামী বিবেকানন্দকে।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' মেলাও
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ যেখানে ভারতের জাতীয় মহাফেজখানা অবস্থিত
২.৪.২ মুন্ডা বিদ্রোহের এলাকা
২.৪.৩ ১৮৫৭-র বিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর
২.৪.৪ শ্রীরামপুর
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার তিন আই পাশ করে।
ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলমান-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইনের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক সামাজিক সংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের বাল্য বিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইন সিদ্ধ করা।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের বাল্য বিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবাবিবাহ আইন সিদ্ধ করা।
২.৫.২ বিবৃতি : বাংলায় ওয়াহাবি আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন।
ব্যাখ্যা ১ : ইসলাম ধর্মের সংস্কার করাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।
ব্যাখ্যা ২ : এই আন্দোলন ছিল হিন্দুধর্ম বিরোধী।
ব্যাখ্যা ৩ : আন্দোলনের নেতারা অ-মুসলিমদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করতে চেয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা ১ : ইসলাম ধর্মের সংস্কার করাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য।
২.৫.৩ বিবৃতি : অবনীন্দ্রনাথের অমর সৃষ্টি হল 'ভারতমাতা'।
ব্যাখ্যা ১ : এটি একটি সাদা-কালো ছবি।
ব্যাখ্যা ২ : স্বদেশি যুগে স্বদেশপ্রীতি জাগানোর মতো।
ব্যাখ্যা ৩ : তাঁর শ্রেষ্ঠ জল রং ছবি।
উত্তরঃ ব্যাখ্যা ২ : স্বদেশি যুগে স্বদেশপ্রীতি জাগানোর মতো।
২.৫.৪ বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা ১ : বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য।
ব্যাখ্যা ২ : কারিগারি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : জাতীয় শিক্ষা প্রদানের জন্য।
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ