Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ নিচের কোনটি ধাতু নয়
(ক) জিংক
(খ) ফসফরাস
(গ) মার্কারি
(ঘ) টাংস্টেন
উত্তরঃ(খ) ফসফরাস
প্রশ্নঃ " বিজ্ঞানের জনক"
(ক) থ্যালিস
(খ) আইজ্যাক নিউটন
(গ) আলবার্ট আইনস্টাইন
(ঘ) রজারবেকন
উত্তরঃ (ক) থ্যালিস
প্রশ্নঃ "Tee" শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত
(ক) হকি
(খ) দাবা
(গ) গলফ
(ঘ) ফুটবল
উত্তরঃ (গ) গলফ
প্রশ্নঃ এদের মধ্যে কে নরমপন্থী নন? -
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) ফিরোজ শাহ মেহতা
(গ) দাদাভাই নওরোজি
(ঘ) গোপালকৃষ্ণ গোখলে
উত্তরঃ (ক) বিপিনচন্দ্র পাল
প্রশ্নঃ জনগণমন ইংরেজিতে কে অনুবাদ করে ছিল -
(ক) মহম্মদ ইকবাল
(খ) অবীন্দ্রনাথ ঠাকুর
(গ) মাইকেল মধুসূদন দত্ত
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (গ) মাইকেল মধুসূদন দত্ত
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ