ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 206
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন -
(ক) রণজিৎ গুহ
(খ) অমলেশ ত্রিপাঠী
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সুমিত সরকার
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
১.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন -
(ক) ক্রীড়া জগতের সঙ্গে
(খ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে
(গ) চলচ্চিত্রের সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে
উত্তরঃ (গ) চলচ্চিত্রের সঙ্গে
১.৩ বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল -
(ক) ১২ই জানুয়ারি ১৯৮৯
(খ) ৫ই জুন ১৯৭৪
(গ) ১লা মে ১৯২৩
(ঘ) ৫ই সেপ্টেম্বর ১৯৮৭
উত্তরঃ (খ) ৫ই জুন ১৯৭৪
১.৪ "জীবনের ঝরাপাতা" গ্রন্থটি হল একটি -
(ক) উপন্যাস
(খ) কাব্যগ্রন্থ
(গ) জীবনীগ্রন্থ
(ঘ) আত্মজীবনী
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
১.৫ "হিন্দু প্যাট্রিয়ট" পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
(ক) হারানচন্দ্র মুখোপাধ্যায়
(খ) মধুসূদন দত্ত
(গ) গিরীশচন্দ্র ঘোষ
(ঘ) সুভাষচন্দ্র বসু
উত্তরঃ (ঘ) আত্মজীবনী
১.৬ "নীলদর্পন" নাটক প্রকাশিত হয় -
(ক) ১৭৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬১ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে
১.৭ কলকাতা মেডিক্যাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন -
(ক) ডঃ এম কে ব্রামলি
(খ) ডঃ এইচ এইচ গুডিব
(গ) ডঃ এন ওয়ালিশ
(ঘ) ডঃ জে গ্রান্ট
উত্তরঃ (ক) ডঃ এম কে ব্রামলি
১.৮ সতীদাহ প্রথা রদ হয় -
(ক) ১৮২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে
১.৯ দ্বিতীয় পর্বের চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন -
(ক) সিধু
(খ) তিতুমীর
(গ) বিরসা মুন্ডা
(ঘ) দুর্জন সিং
উত্তরঃ (ঘ) দুর্জন সিং
১.১০ সাঁওতালদের ঐক্যবদ্ধকরণের প্রতীকি রূপ ছিল -
(ক) শাল গাছ
(খ) সেগুন গাছ
(গ) শিমুল গাছ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) শাল গাছ
১.১১ "ডিং খরচা" নামে চাঁদা সংগ্রহ করা হত -
(ক) কোল বিদ্রোহে
(খ) ভিল বিদ্রোহে
(গ) রংপুর বিদ্রোহে
(ঘ) পাবনা বিদ্রোহে
উত্তরঃ (গ) রংপুর বিদ্রোহে
১.১২ "বাংলার নানাসাহেব" বলা হয় -
(ক) রামরতন মল্লিককে
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে
(গ) দিগম্বর বিশ্বাসকে
(ঘ) দীনবন্ধু মিত্রকে
উত্তরঃ (ক) রামরতন মল্লিককে
১.১৩ Eighteen Fifty Seven' গ্রন্থটির রচয়িতা -
(ক) রমেশচন্দ্র মজুমদার
(খ) তারাচাঁদ
(গ) সুরেন্দ্রনাথ সেন
(ঘ) শশীভূষণ চৌধুরী
উত্তরঃ (গ) সুরেন্দ্রনাথ সেন
১.১৪ "ভাইসরয়" কথাটির অর্থ হল -
(ক) রাজপ্রতিনিধি
(খ) রাজদূত
(গ) রাজ্যপাল
(ঘ) প্রধানমন্ত্রী
উত্তরঃ (ক) রাজপ্রতিনিধি
১.১৫ দেশকে 'মা বলে কল্পনা করা হয়েছে -
(ক) পথের দাবী উপন্যাসে
(খ) আনন্দমঠ উপন্যাসে
(গ) গোরা উপন্যাসে
(ঘ) বর্তমান ভারত গ্রন্থে
উত্তরঃ (খ) আনন্দমঠ উপন্যাসে
১.১৬ "বিরূপ বজ্র" ব্যঙ্গ চিত্রের শিল্পী হলেন -
(ক) নন্দলাল বসু
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১৭ "বেঙ্গল গেজেট" প্রকাশিত হয় -
(ক) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৮০ খ্রিস্টাব্দে
১.১৮ "জাতীয় শিক্ষা পরিষদ" গঠনের প্রেক্ষাপটে ছিল -
(ক) অসহযোগ আন্দোলন
(খ) ভারত ছাড় আন্দোলন
(গ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(ঘ) আইন অমান্য আন্দোলন
উত্তরঃ (গ) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
১.১৯ "ফেরিস অ্যান্ড কোম্পানি" হল -
(ক) কলকাতার একটি ছাপাখানা
(খ) হুগলীর প্রথম ছাপাখানা
(গ) শ্রীরামপুর একটি ছাপাখানা
(ঘ) মাদ্রাজের প্রথম ছাপাখানা
উত্তরঃ (ক) কলকাতার একটি ছাপাখানা
১.২০ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার পান -
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯১২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৩ খ্রিস্টব্দে
উত্তরঃ (ঘ) ১৯১৩ খ্রিস্টব্দে
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ