ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
HISTORY
PAGE - 185
বিভাগ - খ
২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?
উত্তরঃ জীবনের ঝড়াপাতা
২.১.২ আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তরঃ জেনারেল এসেম্বলিজ ইনস্টিটিউটশন
২.১.৩ 'ধরতি আবা' নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ বিরসা মুন্ডা
২.১.৪ জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ই নভেম্বর কলকাতায়
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ভারতের প্রথম রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ।
উত্তরঃ ভুল
২.২.২ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ ভুল
২.২.৩ কার্ল মার্কস মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রিস্টাব্দ) কে সামন্ত বিদ্রোহ বলেছিলেন।
উত্তরঃ ভুল
২.২.৪ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় ১৮৫৫ খ্রিস্টাব্দে।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি
২.৪.২ ভারতের ওয়াহাবি আন্দোলনের সূচনাকেন্দ্র
২.৪.৩ যে স্থান থেকে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যাত্রা করেন
২.৪.৪ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন স্থল
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ইতিহাসচর্চার একটি গুরুত্বপূর্ণ উপাধান।
ব্যাখ্যা ১ : এগুলি থেকে লেখকের ব্যক্তিগত জীবনের কথা জানা যায়।
ব্যাখ্যা ২ : এগুলিতে বর্ণিত তথ্য সম্পূর্ণুরূপে সত্য।
ব্যাখ্যা ৩ : এগুলি থেকে সমসাময়িককালের বহু তথ্য পাওয়া যায়।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এগুলি থেকে সমসাময়িককালের বহু তথ্য পাওয়া যায়।
২.৫.২ বিবৃতি : রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে পত্র পেরণ করেছিলেন।
ব্যাখ্যা ১ : সতীদাহ প্রথা বন্ধ করার জন্য।
ব্যাখ্যা ২ : ভারতে দেশীয় শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।
ব্যাখ্যা ৩ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য।
২.৫.৩ বিবৃতি : ১৮৭৮ খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়।
ব্যাখ্যা ১ : অরণ্যে বসবাসকারী উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা।
ব্যাখ্যা ২ : এই আইনের মধ্য দিয়ে বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩ : এই আইনের মধ্য দিয়ে ব্রিটিশরা অরণ্য ধ্বংস করে কাঠ রপ্তানি শুরু করেছল।
উত্তরঃ ব্যাখ্যা ১ : অরণ্যে বসবাসকারী উপজাতির মানুষদের অরণ্যের অধিকারের অবলুপ্তি ঘটিয়ে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠা করা।
২.৫.৪ বিবৃতি : ভারতে উনিশ শতকে বিকল্প শিক্ষানীতির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
ব্যাখ্যা ১ : পাশ্চাত্য শিক্ষার ব্যাপক প্রসার ঘটাতে।
ব্যাখ্যা ২ : অবহেলিত প্রাচ্য শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটাতে।
ব্যাখ্যা ৩ : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমিতি গড়ে তোলার উদ্দেশ্যে।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সভা-সমিতি গড়ে তোলার উদ্দেশ্যে।
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ