Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page - 185 Part - 1
Type Here to Get Search Results !

Madhyamik History ABTA Test Papers 2021-2022 Page - 185 Part - 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

HISTORY

PAGE - 185


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ 'ইতিহাসের জনক' বলা হয় -

(ক) হেরোডোটাস কে

(খ) ট্রাভেলিয়ন কে

(গ) থুকিডিডিস কে

(ঘ) ই এইচ কার কে

উত্তরঃ (ক) হেরোডোটাস কে


১.২ নতুন সামাজিক ইতিহাসচর্চার আলোচ্য বিষয় হল -

(ক) রাজা ও রাজবংশ

(খ) অভিজাত ও জমিদার

(গ) কৃষক ও শ্রমিক

(ঘ) সাধারণ মানুষ

উত্তরঃ (ঘ) সাধারণ মানুষ


১.৩ 'লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার' - গ্রন্থের হিন্দি অনুবাদ করেন -

(ক) খুশবন্ত সিং

(খ) কৃষ্ণন চন্দ্র

(গ) মুন্সি প্রেমচাঁদ

(ঘ) নারায়ণী গুপ্তা

উত্তরঃ (গ) মুন্সি প্রেমচাঁদ


১.৪ বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বৎসর' প্রথম প্রকাশিত হয় -

(ক) প্রবাসী পত্রিকায়

(খ) সোমপ্রকাশ পত্রিকায়

(গ) বঙ্গদর্শন পত্রিকায়

(ঘ) দেশ পত্রিকায়

উত্তরঃ (ক) প্রবাসী পত্রিকায়


১.৫ 'হুতোম প্যাঁচার নকশা' -র রচয়িতা ছিলেন -

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(খ) উমেশ্চন্দ্র দত্ত

(গ) কালীপ্রসন্ন সিংহ

(ঘ) হরিনাথ মজুমদার

উত্তরঃ (গ) কালীপ্রসন্ন সিংহ


১.৬ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয় -

(ক) উডের ডেসপ্যাচ

(খ) মেকলে মিনিটকে

(গ) চার্টার আইন ১৮১৩ কে

(ঘ) হান্টার কমিশন রিপোর্ট কে 

উত্তরঃ (ক) উডের ডেসপ্যাচ


১.৭ 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন -

(ক) রাজা রামমোহন রায়

(খ) ডিরোজিও

(গ) উইলিয়াম বেন্টিক

(ঘ) রাধাকান্ত দেব

উত্তরঃ (খ) ডিরোজিও


১.৮ 'নব্যবেদান্ত' - এর প্রবর্তক হলেন -

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) স্বামী বিবেকানন্দ

উত্তরঃ (ঘ) স্বামী বিবেকানন্দ


১.৯ বাংলার প্রথম উপজাতি বিদ্রোহ হল -

(ক) চুয়াড় বিদ্রোহ

(খ) কোল বিদ্রোহ

(গ) সাঁওতাল বিদ্রোহ

(ঘ) মুন্ডা বিদ্রোহ

উত্তরঃ (খ) কোল বিদ্রোহ


১.১০ খঁৎকাঠি প্রথা প্রচলিত ছিল -

(ক) সাঁওতাল সমাজে

(খ) মুন্ডা সমাজে

(গ) কোল সমাজে

(ঘ) ভিল সমাজে

উত্তরঃ (খ) মুন্ডা সমাজে


১.১১ যে উপন্যাস থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কথা জানা যায় -

(ক) আনন্দমঠ

(খ) দূর্গেশনন্দিনী

(গ) দেবী চৌধুরানী

(ঘ) গোরা

উত্তরঃ (ক) আনন্দমঠ


১.১২ বাঁশের কেল্লা তৈরি করেছিলেন -

(ক) শরিয়ৎ উল্লাহ

(খ) দুদুমিঞাঁ

(গ) নোয়ামিঞাঁ

(ঘ) তিতুমির

উত্তরঃ (ঘ) তিতুমির


১.১৩ মিরাটে সিপাহি বিদ্রোহের সূচনা হয়েছিল -

(ক) ২৯শে মার্চ ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

(গ) ১১ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

(ঘ) ৩০শে মে ১৮৫৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে


১.১৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন -

(ক) লর্ড উইলিয়াম বেন্টিক

(খ) লর্ড ডালহৌসী

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড কার্জন

উত্তরঃ (গ) লর্ড ক্যানিং


১.১৫ ভারত সভা কর্তৃক পরিচালিত প্রথম রাজনৈতিক আন্দোলনটি হল -

(ক) সিভিল সার্ভিস পরীক্ষা সংক্রান্ত

(খ) ইলবার্ট বিলের সমর্থনে

(গ) নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন আতিলের দাবীতে

(ঘ) প্রজাসত্ত্ব আইন প্রবর্তনের দাবীতে

উত্তরঃ (খ) ইলবার্ট বিলের সমর্থনে


১.১৬ অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা শ্রেষ্ঠ চিত্রটি হল -

(ক) খল ব্রাহ্মণ 

(খ) প্রচন্ড মমতা

(গ) জাঁতাসুর

(ঘ) ভারতমাতা

উত্তরঃ (ঘ) ভারতমাতা


১.১৭ ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে -

(ক) ইংরেজরা

(খ) ফরাসীরা

(গ) পর্তুগিজরা

(ঘ) ওলন্দাজরা

উত্তরঃ (গ) পর্তুগিজরা


১.১৮ প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন -

(ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য 

(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

(ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত

উত্তরঃ (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য 


১.১৯ কোন্‌ প্রতিষ্ঠানকে 'গোলদিঘির গোলামখানা' বলে ব্যঙ্গ করা হত -

(ক) জেনারাল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন

(খ) কলকাতা মেডিক্যাল কলেজ

(গ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

উত্তরঃ (গ) কলকাতা বিশ্ববিদ্যালয়


১.২০ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন -

(ক) ১৯০১ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯২১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৫১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৯২১ খ্রিস্টাব্দে


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close