ABATA MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
PAGE - 87
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় -
(ক) ১৯৪০-এর দশকে
(খ) ১৯৫০-এর দশকে
(গ) ১৯৬০-এর দশকে
(ঘ) ১৯৯০-এর দশকে
উত্তরঃ (গ) ১৯৬০-এর দশকে
১.২ বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল -
(ক) প্রাক্ রাজেশ্বর
(খ) রান্না বান্না
(গ) রন্ধন প্রণালী
(ঘ) প্রাক্ নন্দিনী
উত্তরঃ (ক) প্রাক্ রাজেশ্বর
১.৩ ইন্টারনেট আবিষ্কার্তা -
(ক) টিম বারনারস
(খ) স্যামুয়েল মোর্স
(গ) টমাস এডিসন
(ঘ) ব্লাস্ট ফার্নেস
উত্তরঃ (ক) টিম বারনারস
১.৪ সরকারী নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় -
(ক) মহাফেজখানায়
(খ) জাতীয় অভিলেখ্যাগারে
(গ) লেখ্যাগারে
(ঘ) পাঠাগারে
উত্তরঃ (ক) মহাফেজখানায়
১.৫ 'হুতোম প্যাঁচার নকশা'র লেখক ছিলেন -
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) প্যারীচাঁদ মিত্র
(গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ (ঘ) কালীপ্রসন্ন সিংহ
১.৬ 'মধ্যবিত্ত শ্রেণি' কথাটি প্রথম উল্লেখ করা হয় -
(ক) বামাবোধিনী পত্রিকায়
(খ) সমাচারদর্পণ পত্রিকায়
(গ) 'বঙ্গদূত' পত্রিকায়
(ঘ) হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকায়
উত্তরঃ (গ) 'বঙ্গদূত' পত্রিকায়
১.৭ সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন -
(ক) মধুসূদন দত্ত
(খ) মধুসূদন গুপ্ত
(গ) রাধাকান্ত দেব
(ঘ) মতিলাল শীল
উত্তরঃ (খ) মধুসূদন গুপ্ত
১.৮ 'নববৈষ্বব' আন্দোলন শুরু করেন -
(ক) স্বামী বিবেকানন্দ
(খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) মনোরঞ্জন গুহঠাকুরতা
উত্তরঃ (খ) বিজয়কৃষ্ণ গোস্বামী
১.৯ Indian Forests Act বলবৎ হয় -
(ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.১০ 'উলগুলান' নামে পরিচিত -
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) মুন্ডা বিদ্রোহ
(গ) রংপুর বিদ্রোহ
(ঘ) কোল বিদ্রোহ
উত্তরঃ (খ) মুন্ডা বিদ্রোহ
১.১১ ধলভূমের বর্তমান নাম হল -
(ক) ঘাটশিলা
(খ) শিলচর
(গ) মানভূম
(ঘ) শিলদাঘাট
উত্তরঃ (ক) ঘাটশিলা
১.১২ বাংলার 'নানাসাহেব' নামে পরিচিত ছিলেন -
(ক) রফিক মন্ডল
(খ) রামরতন মল্লিক
(গ) রামতনু লাহিড়ী
(ঘ) ঈশানচন্দ্র রায়
উত্তরঃ (খ) রামরতন মল্লিক
১.১৩ সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ ছিলেন -
(ক) মঙ্গল পান্ডে
(খ) দয়াল দাস
(গ) রাম সিং
(ঘ) নকুল দাস
উত্তরঃ (ক) মঙ্গল পান্ডে
১.১৪ ভারতের শেষ মোঘল সম্রাট ছিলেন -
(ক) বাহাদুর শাহ
(খ) দ্বিতীয় বাহাদুর শাহ
(গ) আকবর শাহ
(ঘ) দ্বিতীয় শাহ আলম
উত্তরঃ (খ) দ্বিতীয় বাহাদুর শাহ
১.১৫ ভারতের 'সভা সমিতির যুগ' বলা হয় -
(ক) আঠারো শতককে
(খ) উনিশ শতককে
(গ) বিশ শতককে
(ঘ) একুশ শতককে
উত্তরঃ (খ) উনিশ শতককে
১.১৬ 'বিরূপ বজ্র' ব্যঙ্গচিত্রের শিল্পী হলেন -
(ক) নন্দলাল বসু
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১৭ বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন -
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) চার্লস উইলকিন্স
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) অগস্টাস হিকি
উত্তরঃ (খ) চার্লস উইলকিন্স
১.১৮ জামশেদপুরের পূর্ব নাম ছিল -
(ক) সাকচি
(খ) ময়ূরভঞ্জ
(গ) মানভূম
(ঘ) গুরুষ হিসানী
উত্তরঃ (ক) সাকচি
১.১৯ 'বসু বিজ্ঞান মন্দিরে'র প্রতীক হল -
(ক) বজ্র
(খ) বান
(গ) গদা
(ঘ) শঙ্খ
উত্তরঃ (ক) বজ্র
১.২০ বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায় -
(ক) ১৯৫০ সালে
(খ) ১৯৫১ সালে
(গ) ১৯৬০ সালে
(ঘ) ১৯৬৭ সালে
উত্তরঃ (খ) ১৯৫১ সালে
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
ধন্যবাদ vsaq এর উত্তর দিলে ভালো হত
উত্তরমুছুন