ABATA MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
PAGE - 87
বিভাগ - 'খ'
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন?
উত্তরঃ মুন্সি প্রেমচাঁদ
২.১.২ 'কাঙাল হরিনাথ' নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ হরিনাথ মজুমদার
২.১.৩ সুই মুন্ডা কে ছিলেন?
উত্তরঃ কোল বিদ্রোহের নেতা
২.১.৪ স্যার সি ভি রমন কে ছিলেন?
উত্তরঃ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ফুটবল 'খেলার রাজা' নামে পরিচিত।
উত্তরঃ ভুল
২.২.২ লালন ফকির নদীয়া জেলার সন্তান।
উত্তরঃ ভুল
২.২.৩ রানি শিরোমনি কোল বিদ্রোহের নেতা ছিলেন।
উত্তরঃ ভুল
২.২.৪ সিলভ্যাঁ লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো :
২.৪.১ মাদ্রাজ
২.৪.২ চুয়াড় বিদ্রোহের এলাকা
২.৪.৩ এলাহাবাদ
২.৪.৪ মধ্যপ্রদেশ
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়।
ব্যাখ্যা ১ : ইতিহাস প্রমাণ উপদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ।
ব্যাখ্যা ২ : ইতিহাস অতীত কালের লোক কথামাত্র।
ব্যাখ্যা ৩ : ইতিহাস বিভিন্ন কালের চিত্রকাল।
উত্তরঃ ব্যাখ্যা ১ : ইতিহাস প্রমাণ উপদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ।
২.৫.২ বিবৃতি : 'আনন্দমঠ' উপন্যাসে বিদ্রোহের কথা লেখা হয়েছে।
ব্যাখ্যা ১ : উপন্যাসটিতে সিপাহি বিদ্রোহের কাহিনী ছাপা হয়েছে।
ব্যাখ্যা ২ : 'আনন্দমঠ'-এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে চরিত।
ব্যাখ্যা ৩ : 'আনন্দমঠ' নীল বিদ্রোহের চিত্র পাওয়া যায়।
উত্তরঃ ব্যাখ্যা ২ : 'আনন্দমঠ'-এ সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে চরিত।
২.৫.৩ বিবৃতি : 'বর্ণপরিচয়' এক নতুন যুগের সূচনা করে।
ব্যাখ্যা ১ : 'বর্ণপরিচয়'-এ বাংলা ভাষা নির্দিষ্ট রূপ নেয়।
ব্যাখ্যা ২ : 'বর্ণপরিচয়' একটি নীতি বোধমূলক সাহিত্যগ্রন্থ।
ব্যাখ্যা ৩ : 'বর্ণপরিচয়' একটি আদর্শ শিশু পাঠ্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : 'বর্ণপরিচয়' একটি আদর্শ শিশু পাঠ্য।
২.৫.৪ বিবৃতি : বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তা ভাবনা তুলে ধরেন।
ব্যাখ্যা ১ : ভারত ও বিশ্বের জ্ঞানচর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল।
ব্যাখ্যা ২ : শিল্পকলা চর্চা প্রধান লক্ষ্য ছিল।
ব্যাখ্যা ৩ : গ্রামোন্নয়নের স্বার্থে গঠিত হয়।
উত্তরঃ ব্যাখ্যা ১ : ভারত ও বিশ্বের জ্ঞানচর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল।
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
বড় প্রশ্ন উত্তর দিলে ভালো হত
উত্তরমুছুন