ABATA MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
PAGE - 115
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ 'সোমপ্রকাশ' ছিল একটি -
(ক) দৈনিক পত্রিকা
(খ) সাপ্তাহিক পত্রিকা
(গ) পাক্ষিক পত্রিকা
(ঘ) মাসিক পত্রিকা
উত্তরঃ (খ) সাপ্তাহিক পত্রিকা
১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন -
(ক) চলচ্চিত্রের সঙ্গে
(খ) ক্রীড়াজগতের সঙ্গে
(গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
(ঘ) পরিবেশের ইতিহাস চর্চ্চার সঙ্গে
উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে
১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় -
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
১.৪ বাংলার নবজাগরণ ছিল -
(ক) ব্যক্তি কেন্দ্রিক
(খ) প্রতিষ্ঠান কেন্দ্রিক
(গ) কলকাতা কেন্দ্রিক
(ঘ) গ্রাম কেন্দ্রিক
উত্তরঃ (গ) কলকাতা কেন্দ্রিক
১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন -
(ক) ডঃ এম জে ব্রামলি
(খ) ডঃ এইচ এইচ গুডিভ
(গ) ডঃ এন ওয়ালিশ
(ঘ) ডঃ জে গ্রান্ট
উত্তরঃ (ক) ডঃ এম জে ব্রামলি
১.৬ 'সর্বধর্ম সমন্বয়ের' আদর্শ প্রচার করেছিলেন -
(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী
(খ) স্বামী বিবেকানন্দ
(গ) শ্রীরামকৃষ্ণ
(ঘ) কেশবচন্দ্র সেন
উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ
১.৭ ভারতে ইট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে -
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
১.৮ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন -
(ক) চুয়াড় বিদ্রোহে
(খ) কোল বিদ্রোহ
(গ) সাঁওতাল হূল
(ঘ) মুন্ডা বিদ্রোহে
উত্তরঃ (খ) কোল বিদ্রোহ
১.৯ 'ল্যান্ড হোল্ডার্স সোসাইটি'র সভাপতি ছিলেন -
(ক) রাজা রাধাকান্ত দেব
(খ) প্রসন্নকুমার ঠাকুর
(গ) রাজা রামমোহন রায়
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
উত্তরঃ (ক) রাজা রাধাকান্ত দেব
১.১০ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন -
(ক) সুভাষচন্দ্র বসু
(খ) জওহরলাল নেহেরু
(গ) বি ডি সাভারকার
(ঘ) রাসবিহারী বসু
উত্তরঃ (গ) বি ডি সাভারকার
১.১১ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় -
(ক) ১৫৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
(গ) ১৭৮৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮০০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে
১.১২ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল -
(ক) ভারতসভা
(খ) ভারতের জাতীয় কংগ্রেস
(গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
(ঘ) ল্যান্ড হোল্ডার্স সোসাইটি
উত্তরঃ (গ) বঙ্গভাষা প্রকাশিকা সভা
১.১৩ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন -
(ক) সঙ্গীত শিল্পী
(খ) নাট্যকার
(গ) কবি
(ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী
উত্তরঃ (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী
১.১৪ 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' প্রতিষ্ঠিত হয় -
(ক) ১৯০৫ খ্রিস্টাব্দে
(খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
(গ) ১৯১১ খ্রিশটাব্দে
(ঘ) ১৯১২ খ্রিশটাব্দে
উত্তরঃ (খ) ১৯০৬ খ্রিস্টাব্দে
১.১৫ ভারতে 'হাফ টোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন -
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিন্স
উত্তরঃ (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১.১৬ বয়কট আন্দোলনে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্থ হয়েছিল -
(ক) বাংলার কৃষক শ্রেণি
(খ) মধ্যবিত্ত শ্রেণি
(গ) জমিদার শ্রেণি
(ঘ) ছাত্র সমাজ
উত্তরঃ (খ) মধ্যবিত্ত শ্রেণি
১.১৭ 'বন্দেমাতরম' সঙ্গীতটি রচিত হয় -
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিস্টব্দে
১.১৮ কে নিজেকে 'ধরতি-আবা' বলত?
(ক) বিরসা মুন্ডা
(খ) সিধু
(গ) কানু
(ঘ) জোয়া ভগত
উত্তরঃ (ক) বিরসা মুন্ডা
১.১৯ 'বিরাজ বৌ' -এর লেখক ছিলেন -
(ক) রবীন্দ্রনাথ
(খ) শরৎচন্দ্র
(গ) বঙ্কিমচন্দ্র
(ঘ) মধুসূদন দত্ত
উত্তরঃ (খ) শরৎচন্দ্র
১.২০ 'ওরিয়েন্টালিস্ট' দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন -
(ক) প্রিন্সেপ
(খ) স্যান্ডার্স
(গ) কলভিন
(ঘ) বার্ড
উত্তরঃ (ক) প্রিন্সেপ
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ