ABATA MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
PAGE - 115
বিভাগ - 'খ'
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি উত্তর দিতে হবে) :
উপবিভাগ : ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ 'উলগুলান' বলতে কি বোঝায়?
উত্তরঃ ভয়ঙ্কর বিশৃঙ্খলা
২.১.২ কোন্ বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে
২.১.৩ 'নব্য বৈষ্ণব' আন্দোলনের প্রবর্তক কে?
উত্তরঃ বিজয়কৃষ্ণ গোস্বামী
২.১.৪ বাংলায় কোন্ শতককে নবজাগরণের শতক বলে?
উত্তরঃ উনবিংশ শতককে
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ফরাজী একটি প্রাচীন উপজাতির নাম।
উত্তরঃ ভুল
২.২.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা এম এ কাদম্বিনী বসু।
উত্তরঃ ঠিক
২.২.৩ মেধা পাটেকর 'নর্মদা বাঁচাও' আন্দোলনের বিপক্ষে ছিলেন।
উত্তরঃ ভুল
২.২.৪ 'বেঙ্গল কেমিক্যাল' প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র - মিড়াট
২.৪ ২ নীলবিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.৩ চুয়াড় বিদ্রোহের এলাকা
২.৪.৪ বারাসাত বিদ্রোহের এলাকা
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 'তিন আইন' পাশ করে।
ব্যাখ্যা ১ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু-মুসলিম-খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা।
ব্যাখ্যা ২ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ ও বহু বিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা।
২.৫.২ বিবৃতি : স্বামী বিবেকানন্দ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা।
উত্তরঃ ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা।
২.৫.৩ বিবৃতি : বিপ্লবের অর্থ।
ব্যাখ্যা ১ : সমাজের সমস্ত শ্রেণিকে সামাজিক দিক থেকে রক্ষা করা।
ব্যাখ্যা ২ : দীর্ঘদিনের অসন্তষের বহিঃপ্রকাশ।
ব্যাখ্যা ৩ : মানসিক দিকের বাধা দূর করা।
উত্তরঃ ব্যাখ্যা ২ : দীর্ঘদিনের অসন্তষের বহিঃপ্রকাশ।
২.৫.৪ বিবৃতি : উনিশ শতকে ভারতে অসংখ্য সমিতি গড়ে ওঠে।
ব্যাখ্যা ১ : ভারতের জনগনের চাকুরির সুবিধা হয়।
ব্যাখ্যা ২ : ব্রিটিশ শাসনের অবসান।
ব্যাখ্যা ৩ : রাজনৈতিক দিক থেকে সংগঠিত করা।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : রাজনৈতিক দিক থেকে সংগঠিত করা।
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ