Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ মানবদেহের সমস্ত কার্য কোন্তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয়? -
(ক) সংবহনতন্ত্র
(খ) স্নায়ুতন্ত্র
(গ) রেচনতন্ত্র
(ঘ) কঙ্কালতন্ত্র
উত্তরঃ (খ) স্নায়ুতন্ত্র
প্রশ্নঃ পাটলিপুত্র নগরী স্থাপন করেন -
(ক) ছদনরগুপ্ত মৌর্য
(খ) উদয়ী
(গ) মহাপদ্মা নন্দ
(ঘ) ধননন্দ
উত্তরঃ (খ) উদয়ী
প্রশ্নঃ কোন্ মাছের পটকা ও কানকো নেই? -
(ক) শংকর মাছ
(খ) মাগুর মাছ
(গ) কাতলা মাছ
(ঘ) রুই মাছ
উত্তরঃ (ক) শংকর মাছ
প্রশ্নঃ ২০২১ সালের PETA India Award জিতলেন -
(ক) কনরাড সাংমা
(খ) জেমস সাংমা
(গ) মমতা বন্দ্যোপাধ্যায়
(ঘ) মানেকো গান্ধী
উত্তরঃ (খ) জেমস সাংমা
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল লেবার ডে পালন করা হয় কবে? -
(ক) ২৯শে এপ্রিল
(খ) ১লা মে
(গ) ২রা মে
(ঘ) ৩০শে এপ্রিল
উত্তরঃ (খ) ১লা মে
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ