ABTA MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
PAGE - 52
বিভাগ - 'খ'
২। যে কোনো ষোলটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ ২.১
একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কোন্টি?
উত্তরঃ হাইকোর্ট
২.১.২ কলকাতা মেডিক্যাল কলেকে প্রথম কবে শব ব্যবচ্ছেদ করা হয়?
উত্তরঃ ১৮৩৬ খ্রিস্টাব্দে
২.১.৩ ভারতীয় বনবিভাগের প্রথম অধিকর্তা কে ছিলেন?
উত্তরঃ ডেইট্রিক ব্রান্ডিস
২.১.৪ 'ভারতীয় জাতীয়তাবাদের জনক' কাকে বলা হয়?
উত্তরঃ রাজা রামমোহন রায়কে
উপবিভাগ : ২.২
ঠিক বা ভুল নির্ণয় করো :
২.২.১ ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল 'রাজা হরিশচন্দ্র'।
উত্তরঃ ঠিক
২.২.২ 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ ঠিক
২.২.৩ সতীদাহ প্রথা উচ্ছেদ করেন রাজা রামমোহন রায়।
উত্তরঃ ঠিক
২.২.৪ বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন পঞ্চানন কর্মকার।
উত্তরঃ ঠিক
উপবিভাগ : ২.৩
'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও :
উত্তরঃ
উপবিভাগ : ২.৪
প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো :
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মীরাট
২.৪.৩ ছাপাখানা বিকাশের কেন্দ্র শ্রীরামপুর
২.৪.৪ রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার কেন্দ্র বিশ্বভারতী
উপবিভাগ : ২.৫
নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
২.৫.১ বিবৃতি : সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।
ব্যাখ্যা ১ : দরিদ্রদের দান করতে।
ব্যাখ্যা ২ : স্বদেশী জিনিসপত্র বিক্রি করতে।
ব্যাখ্যা ৩ : লক্ষ্মীপূজার আয়োজন করতে।
উত্তরঃ ব্যাখ্যা ২ : স্বদেশী জিনিসপত্র বিক্রি করতে।
২.৫.২ বিবৃতি : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন নারীমুক্তি আন্দোলনের অগ্রদূত।
ব্যাখ্যা ১ : তিনি নারীদের শিক্ষিত করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ২ : তিনি নারীজাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন।
ব্যাখ্যা ৩ : তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন।
উত্তরঃ ব্যাখ্যা ২ : তিনি নারীজাতির সর্বাঙ্গীন উন্নতি করতে চেয়েছিলেন।
২.৫.৩ বিবৃতি : উনিশ শতকে কোম্পানে ভারতে বনজ সম্পদ সংরক্ষণের উদ্যোগ নেয়।
ব্যাখ্যা ১ : ভারতবর্ষের মাটি ছিল উর্বর এবং উন্নত কাঠ উৎপাদনের কেন্দ্র।
ব্যাখ্যা ২ : ভারত থেকে কাঠ বাণিজ্যের উদ্দেশ্যে রপ্তানি বৃদ্ধির জন্য।
ব্যাখ্যা ৩ : ভারতে রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ৩ : ভারতে রেলপথ নির্মাণ ও বিস্তারের কাজে ব্যবহারের জন্য।
২.৫.৪ বিবৃতি : স্বামী বিবেকানন্দ "বর্তমান ভারত" গ্রন্থটি রচনা করেন।
ব্যাখ্যা ১ : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা।
ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্যহিন্দুধর্ম প্রচার করা।
ব্যাখ্যা ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা।
উত্তরঃ ব্যাখ্যা ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্যহিন্দুধর্ম প্রচার করা।
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
Baki answers gulo kothay
উত্তরমুছুন