ABTA MADHYAMIK TEST PAPERS 2021-22
HISTORY
PAGE - 52
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন -
(ক) রণজিৎ গুহ
(খ) রামচন্দ্র গুহ
(গ) অমলেশ ত্রিপাঠি
(ঘ) রোমিলা থাপার
উত্তরঃ (ক) রণজিৎ গুহ
১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে -
(ক) ইংরেজরা
(খ) ফরাসীরা
(গ) ওলন্দাজরা
(ঘ) স্পেনীয়রা
উত্তরঃ (ক) ইংরেজরা
১.৩ বিশ্বপরিবেশ দিবস পালিত হয় -
(ক) ১২ই জানুয়ারি
(খ) ৮ই মার্চ
(গ) ৫ই জুন
(ঘ) ৫ই সেপ্টেম্বর
উত্তরঃ (গ) ৫ই জুন
১.৪ সরকারী নথিপত্র সংরক্ষণ করা হয় -
(ক) জাদুঘরে
(খ) সরকারি সেরেস্তায়
(গ) মহাফেজফখানায়
(ঘ) দপ্তরখানায়
উত্তরঃ (গ) মহাফেজফখানায়
১.৫ 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
(ক) হারানচন্দ্র মুখার্জি
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) গিরিশচন্দ্র ঘোষ
(ঘ) হরিনাথ মজুমদার
উত্তরঃ (গ) গিরিশচন্দ্র ঘোষ
১.৬ 'নীলদর্পন' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন -
(ক) কালীপ্রসন্ন সিংহ
(খ) মাইকেল মধুসূদন দত্ত
(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) রেভারেন্ড জেমস্ লঙ
উত্তরঃ (ঘ) রেভারেন্ড জেমস্ লঙ
১.৭ সাধারণ জনশিক্ষা কমিটি (GCPI) গঠিত হয় -
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮২৩ খ্রিস্টাব্দে
১.৮ 'ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেন -
(ক) রাজা রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ (গ) কেশবচন্দ্র সেন
১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় -
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.১০ "উলগুলান" নামে পরিচিত ছিল যে বিদ্রোহ -
(ক) সাঁওতাল বিদ্রোহ
(খ) কোল বিদ্রোহ
(গ) মুন্ডা বিদ্রোহ
(ঘ) ভিল বিদ্রোহ
উত্তরঃ (গ) মুন্ডা বিদ্রোহ
১.১১ "ওয়াহাবী আন্দোলনের" অপর নাম -
(ক) তারিকা-ই-মহম্মদীয়া
(খ) মিঞা আন্দোলন
(গ) পাগলপন্থী আন্দোলন
(ঘ) আগস্ট আন্দোলন
উত্তরঃ (ক) তারিকা-ই-মহম্মদীয়া
১.১২ "বাংলার নানাসাহে" নামে পরিচিত ছিলেন -
(ক) রামরতন মল্লিক
(খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়
(গ) দিগম্বর বিশ্বাস
(ঘ) দীনবন্ধু মিত্র
উত্তরঃ (ক) রামরতন মল্লিক
১.১৩ ভারতে কোম্পানী শাসনের অবসান ঘটে যে আইন দ্বারা -
(ক) মহারাণীর ঘোষণাপত্র
(খ) ইন্ডিয়ান কাউন্সিল আইন
(গ) চার্টার আইন
(ঘ) উন্নততর ভারত শাসন আইন
উত্তরঃ (ঘ) উন্নততর ভারত শাসন আইন
১.১৪ "দ্যা গ্রেট রিবেলিয়ান" - গ্রন্থটি রচনা করেন -
(ক) রজনীপাম দত্ত
(খ) তালমিজ খালদুন
(গ) পি সি যোশি
(ঘ) চার্লস রেকস
উত্তরঃ (খ) তালমিজ খালদুন
১.১৫ "বন্দেমাতরম" সঙ্গীতটি রচিত হয় -
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
১.১৬ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন -
(ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(খ) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
(গ) আনন্দমোহন বসু
(ঘ) রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ (ক) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১.১৭ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল -
(ক) বর্ণপরিচয়
(খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
(গ) মঙ্গল সমাচার মতিয়ের
(ঘ) অন্নদামঙ্গল মুখার্জিকে
উত্তরঃ (খ) এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
১.১৮ জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় -
(ক) মহেন্দ্রলাল সরকারকে
(খ) আশুতোষ মুখার্জিকে
(গ) তারকনাথ পালিতকে
(ঘ) রাসবিহারী ঘোষকে
উত্তরঃ (ক) মহেন্দ্রলাল সরকারকে
১.১৯ আই এ সি এস-এ গবেষণা করে বিজ্ঞানী সি ভি রমন নোবেল পুরষ্কার পান -
(ক) ১৯২৮ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯৩০ খ্রিস্টাব্দে
১.২০ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাযার্য ছিলেন -
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রথীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ (খ) রথীন্দ্রনাথ ঠাকুর
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
boro question kothai? ata ki ABTA test pepar?
উত্তরমুছুনGood
উত্তরমুছুনThanks bro
উত্তরমুছুন