মাধ্যমিক ভূগোল
লাস্ট মিনিট সাজেশন ২০২২
প্রথম অধ্যায়
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
নদী
(১) বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কী বোঝো? (২)
(২) নদীর ধারণ অববাহিকা বলতে কী বোঝো? (২)
(৩) পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? (২)
(৪) কী কী ভাবে জলপ্রপাত গঠিত হতে পারে? (৩)
(৫) কোন্ কোন্ অনুকূল পরিবেশ থাকলে বদ্বীপ গঠিত হয়? (৩)
(৬) উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যে গঠিত তিনটি ভূমিরূপের বাখ্যা দাও। (৫)
(৭) নদীর সঞ্চয়কার্যে গঠিত যে-কোনো তিনটি ভূমিরূপের ব্যাখ্যা দাও। (৫)
হিমবাহ
(৮) হিমরেখা কী? (২)
(৯) হিমশৈল কাকে বলে? (২)
(১০) বার্গস্রুন্ড কাকে বলে? (২)
(১১) হিমবাহ উপত্যকার আকৃতি 'U' - এর মতো হয় কেন? (৩)
(১২) বিভিন্ন ধরনের গ্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। (৩)
(১৩) রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। (৩)
(১৪) হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের ব্যাখ্যা দাও। (৫)
(১৫) হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপগুলির ব্যাখ্যা দাও। (৫)
বায়ু
(১৬) দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম লেখো। (২)
(১৭) ব্লো আউট বা অপবাহনসৃষ্টি গর্ত কাকে বলে? (২)
(১৮) গৌর কী? (২)
(১৯) ভেন্টিফ্যাক্ট কী? (২)
(২০) বার্খান কাকে বলে? (২)
(২১) লোয়েস কী? (২)
(২২) মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন? (৩)
(২৩) মরুভূমি সম্প্রসারণ রোধ কী কী উপায়ে করা যায়? (৩)
(২৪) বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকারণ সম্পর্ক আলোচনা করো। (৫)
(২৫) বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও। (৫)
পঞ্চম অধ্যায়
ভারত
ভারত : অবস্থান, প্রশাসনিক বিভাগ
(১) ভারতের রাজ্য পুনর্গঠনে ভাষার ভূমিকা লেখো। (৩)
(২) ভারতের মূল ভূখন্ডের দক্ষিণতম বিন্দু এবং ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোন্টি? (২)
(৩) ভারতকে বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন? (৩)
ভারতের ভূ-প্রাকৃতিক বিভাগ
(৪) দুন উপত্যকা কাকে বলে? (২)
(৫) তাল কী? উদাহরণ দাও। (২)
(৬) রণ বা রাণ কাকে বলে? (২)
(৭) মরুস্থলী কথার অর্থ কী? এইপ্রকার নামকরণের কারণ কী? (২)
(৮) কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। (২)
(৯) মেঘালয় মালভূমি বিলতে কী বোঝো? (৩)
(১০) পশ্চিমঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখো। (৩)
(১১) পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। (৩)
(১২) পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। (৫)
(১৩) ভারতের পশ্চিম উপকূলের সমভূমির পরিচয় দাও। (৫)
ভারতের জলসম্পদ
(১৪) ব্রহ্মপুত্র নদের দুটি উপনদীর নাম লেখো। কোন্ কোন্ নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র? (২)
(১৫) বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? (২)
(১৬) গঙ্গানদী সম্পর্কে লেখো। (৩)
(১৭) ভারতের পূর্বয়াহিনী নদীগুলির মোহানায় বদ্বীপ গঠিত হয়েছে কেন? (৩)
(১৮) নর্মদা ও তাপ্তি নদীর মোহানায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? (৩)
(১৯) আদর্শ নদী কাকে বলে? গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন? (৩)
(২০) ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। (৩)
(২২) উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। (৫)
(২৩) ভারতের জলসেচের যে-কোনো পাঁচটি প্রয়োজনীয়তা সংক্ষেপে ব্যাখ্যা করো। (৫)
ভারতের জলবায়ু
(২৪) মৌসুমি বিস্ফোরণ কী? (২)
(২৫) পশ্চিমি ঝঞ্ঝা বলতে কী বোঝো? (২)
(২৬) তামিলনাড়ু বা করমন্ডল উপকূলে বছরে ২ বার বৃষ্টিপাত হয় - এর কারণ ব্যাখ্যা করো। (৩)
(২৭) ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। (৩)
(২৮) ভারতের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের ওপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব উল্লেখ করো। (৫)
ভারতের মৃত্তিকা
(২৯) ধাপ চাষ কাকে বলে? (২)
(৩০ পলিমৃত্তকা বৈশিষ্ট্যগুলি কী কী? (৩)
(৩১) কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী? (৩)
(৩২) লোহিত মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। (৩)
(৩৩) ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী? (৩)
(৩৪) ভারতের মৃত্তিকার শ্রেণিবিভাগ করে প্রধান একপ্রকার মৃত্তিকার অবস্থন, বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। (৫)
ভারতের স্বাভাবিক উদ্ভিদ
(৩৫) কোন্ কোন্ উদ্দেস্যে সামাজিক বনসৃজন করা হয়? (৩)
(৩৬) ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। (২)
(৩৭) কী কী ভাবে অরন্য সংরক্ষণ করা যায়? (৫)
ভারতের কৃষি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ