LightBlog
Class 1 Ability In Problem Solving Model Activity Compilation / Class 1 Model Activity Task Part 8 সমস্যা সমাধানে সক্ষমতা Marks 30 / Class 1 Shamasya Samadhane Sakshamata Annual Model Activity Task Part 8
Type Here to Get Search Results !

Class 1 Ability In Problem Solving Model Activity Compilation / Class 1 Model Activity Task Part 8 সমস্যা সমাধানে সক্ষমতা Marks 30 / Class 1 Shamasya Samadhane Sakshamata Annual Model Activity Task Part 8

 প্রথম শ্রেণি

পূর্ণমান - ৩০

সমস্যা সমাধানে সক্ষমতা


১) পাখীদের নাম লেখো :


কী করে

পাখীর নাম

(ক)

বাড়ীর ঘুলঘুলিতে বাসা করে। ফুরুৎ করে উড়ে যায়। 


(খ)

ঝাড়ুদার পাখী বলে লোকে চেনে।


(গ) 

গাছের গুঁড়িতে ভেতরে খাবার খোঁজে, ঠোঁট দিয়ে গুঁড়িতে ঠকঠক করে ঠোকে।


উত্তরঃ


কী করে

পাখীর নাম

(ক)

বাড়ীর ঘুলঘুলিতে বাসা করে। ফুরুৎ করে উড়ে যায়। 

চড়ুই পাখি

(খ)

ঝাড়ুদার পাখী বলে লোকে চেনে।

কাক

(গ) 

গাছের গুঁড়িতে ভেতরে খাবার খোঁজে, ঠোঁট দিয়ে গুঁড়িতে ঠকঠক করে ঠোকে।

কাঠঠোকরা


২) Select the correct answer :


(i) Which one of these you don't see in school? 

(a) bench

(b) chalk

(c) blackboard

(d) bed

Answer : (d) bed


(ii) Which one of these you don't see in house?

(a) fan

(b) table

(c) blackboard

(d) bed

Answer : (c) blackboard


৩) সমাধান করো :


ক) একটা গাছে ৫টা পাখী বসে ছিল। একটু পরে আরও ৪টে পাখী এসে বসল। এখন মোট কয়টা পাখী গাছে বসে আছে? 

উত্তরঃ একটা গাছে ৫টা পাখী বসে ছিল।

পরে আরও ৪টে পাখী এসে বসল।

অতএব, গাছে মোট পাখী আছে ৫ + ৪ = ৯ টি।


খ) নদীর তীরে ৭ জন লোক দাঁড়িয়েছিল। একটা নৌকা এল। নৌকোতে ৩ জন ছিল। তাহলে মোট কতজন লোক হল?

উত্তরঃ নদীর তীরে ৭ জন লোক দাঁড়িয়েছিল।

একটা নৌকাতে আরোও ৩ জন এলো।

অতএব, নদীর তীরে মোট লোক আছে ৭ + ৩ = ১০ জন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close