ভুয়ো খবরে কান দিও না!!
হেলো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ। আর আপনাদের স্বাগত আমাদের এই ওয়েবসাইটে। রিসেন্টলি Whatsap বা Facebook এ একটি খবর খুব ভাইরাল হয়েছে, কি না ২০২২ সালে মাধ্যমিক বা একাদশ শ্রেনি বা উচ্চমাধ্যমিক পরিক্ষা বাতিল। কিন্তু এই খবরের কোনো সত্যতা নেই। তোমরা যদি এই ফেক খবরকে যদি সত্য বলে মেনে নেও তাহলে খুবই বিপদের মুখে পড়বে। যে বা যারা এই খবরটি ছড়িয়েছে তারা শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধির জন্য।
তোমাদের কাছে আমার একটাই একান্ত অনুরোধ তোমরা কোনো রকম ভুয়ো খবরে অর্থাৎ Facebook বা Whatsapp খবরে কান না দিয়ে খুব মন দিয়ে তোমরা তোমাদের মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষাটি দেও। আর নিয়মিত WBBSE বা WBCHSE এর ওয়েবসাইটে ভিজিট করো। আশা করি ওখানেই তোমরা তোমাদের পরীক্ষা সম্পর্কে একদম সঠিক খবর পেয়েযাবে।
যদি ২০২২ সালে মাধ্যমিক বা একাদশ শ্রেণির বা উচ্চমাধ্যমিকের পরীক্ষা বাতিল হয়ে যেতো তো সবার আগে এটি টিভিতে বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা সেটাকে পালিশ করা হয়। আর সেখানে সবরকম খবর বিস্তারিত দিয়ে দেওয়া হত। কিন্তু এরকম কি কোনো রকম ভিটিও Facebook বা Whatsapp এ বা টিভিতে দেখেছো। আশা করি কোথাও দেখোনি।
কোনো YouTube চ্যানেলে কিছু কিছু ভুয়ো খবর দেখিয়ে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তোমরা কোনো ভুয়ো খবরে কান দিয়ো না। যদি এরকম কিছু হয় তাহলে সবার প্রথমে এই ওয়েবসাইটেই আমি অর্টিকেলের মাধ্যমে শেয়ার করে দেবো প্রুফের সাথে। তো তোমাদের আছে আমার একটাই অনুরোধ তোমারা নিয়মিত পড়া শোনা করো। আর ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেও।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ