Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 121 Part - 2
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 121 Part - 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 121


বিভাগ - খ


 ২.১ নীচের বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছটি) :


২.১.১ নিউমুর দ্বীপটি হলদি মোহনায় অবস্থিত।

উত্তরঃ অ


২.১.২ দুটি কেটলের মধ্যবর্তী উঁচু অংশকে বলে নব।

উত্তরঃ শু


২.১.৩ আশ্বিনের ঝড় দেখা যায় অক্টোবর - নভেম্বর মাসে।

উত্তরঃ শু


২.১.৪ বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।

উত্তরঃ অ


২.১.৫ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রয়োজনীয় চুনাপাথর আসে রানীগঞ্জ থেকে।

উত্তরঃ অ


২.১.৬ পেট্রোরসায়ন শিল্পকে 'আধুনিক শিল্পদানব' বলা হয়।

উত্তরঃ শু


২.১.৭ Namma Metro হায়দ্রাবাদে দেখা যায়।

উত্তরঃ অ


২.২ শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছটি)


২.২.১ দুটি নদীর মধ্যবর্তী উচ্চভূমিকে বলা হয় __________।

উত্তরঃ জলবিভাজিকা


২.২.২ গ্রাবরেখায় গঠিত আঁকাবাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে __________ বলে।

উত্তরঃ এস্কার


২.২.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদগুলিকে বলা হয় __________ হ্রদ।

উত্তরঃ প্যাটার্ন স্টার হ্রদ


২.২.৪ আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল __________।

উত্তরঃ গুরুশিখর


২.২.৫ কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় _________।

উত্তরঃ টেরিস


২.২.৬ ভারতের সর্বনিম্ন সাক্ষরতা __________ রাজ্যে।

উত্তরঃ বিহার


২.২.৭ পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্রটি হল __________।

উত্তরঃ কলকাতা সল্ট লেকে


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছটি) :


২.৩.১ শুষ্ক অঞ্চলের গিরিখাতগুলিকে কী বলে?

উত্তরঃ ক্যানিয়ন


২.২.৩ বহিঃধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে?

উত্তরঃ ভ্যালিট্রেন


২.৩.৩ ভারতে কত বছর অন্তর জনগননা হয়?

উত্তরঃ ১০ বছর


২.৩.৪ কোন্‌ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে।

উত্তরঃ সোনালী চতুর্ভুজ


২.৩.৫ ভারতের একমাত্র উপকূলের লৌহ ইস্পাত শিল কেন্দ্রের নাম কী?

উত্তরঃ বিশাখাপত্তনম


২.৩.৬ শিকড় আলগা শিল্প কাকে বলে?

উত্তরঃ কার্পাস বয়ন শিল্পকে


২.৩.৭ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতা


২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ লোকটাক

২.৪.২ বিশাখাপত্তনম

২.৪.৩ আঁধি

২.৪.৪ ইসরো

(১) বন্দর শহর

(২) মনীপুর

(৩) ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা

(৪) রাজস্থান

উত্তরঃ 

বামদিক

ডানদিক

২.৪.১ লোকটাক

২.৪.২ বিশাখাপত্তনম

২.৪.৩ আঁধি

২.৪.৪ ইসরো

(২) মনীপুর

(১) বন্দর শহর

(৪) রাজস্থান

(৩) ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা



অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close