LightBlog
Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 166 Part - 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 166 Part - 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 166


বিভাগ - ক


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ শুষ্ক অঞ্চলে যে বহির্জাত শক্তির প্রাধান্য থাকে তা হল -

(ক) নদী

(খ) বায়ু

(গ) হিমবাহ

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ (ক) নদী


১.২ নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে -

(ক) আমাজন

(খ) মিসিসিপি

(গ) কলোরাডো

(ঘ) সেন্ট লরেন্স নদীতে

উত্তরঃ (ঘ) সেন্ট লরেন্স নদীতে


১.৩ হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে -

(ক) করি হ্রদ

(খ) প্যাটার্নস্টার হ্রদ

(গ) ফিয়র্ড হ্রদ

(ঘ) টার্ন হ্রদ

উত্তরঃ (খ) প্যাটার্নস্টার হ্রদ


১.৪ মরু অঞ্চলে গড়ে ওঠা লবনাক্ত জলের হ্রদগুলিকে বলে -

(ক) কাতারা

(খ) ধান্দ

(গ) প্লায়া

(ঘ) মরুদ্যান

উত্তরঃ (গ) প্লায়া


১.৫ মালভূমি থেকে উৎপন্ন একটি নদী -

(ক) গঙ্গা

(খ) ব্রহ্মপুত্র

(গ) বিতক্ত

(ঘ) দামোদর

উত্তরঃ (ঘ) দামোদর


১.৬ আয়তনের বিচারে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যটি হল -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) অন্ধ্রপ্রদেশ

(গ) বিহার

(ঘ) রাজস্থান

উত্তরঃ (ঘ) রাজস্থান


১.৭ ধৌত প্রক্রিয়া দেখা যায় -

(ক) পলি

(খ) ল্যাটেরাইট

(গ) রেগুর

(ঘ) পডসল মাটিতে

উত্তরঃ (খ) ল্যাটেরাইট


১.৮ ভারতের বৃহত্তম উপগ্রহ -

(ক) চিল্কা

(খ) কোলেরু

(গ) ভেম্বনাদ

(ঘ) পুলিকট

উত্তরঃ (ক) চিল্কা


১.৯ উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা রূপে গণ্য করা হয় -

(ক) আরাবল্লী

(খ) পশ্চিমঘাট

(গ) বিন্ধ্য

(ঘ) সাতপুরা

উত্তরঃ (গ) বিন্ধ্য


১.১০ আম্রবৃষ্টি পরিলক্ষিত হয় -

(ক) উত্তর ভারতে

(খ) পূর্ব ভারতে

(গ) দক্ষিণ ভারতে

(ঘ) পশ্চিম ভারতে

উত্তরঃ (গ) দক্ষিণ ভারতে


১.১১ ভারতের শুল্কমুক্ত বন্দর হল -

(ক) মুম্বাই

(খ) কলকাতা

(গ) কান্দালা

(ঘ) বিশাখাপত্তনম

উত্তরঃ (গ) কান্দালা


১.১২ কলকাতা ও মুম্বাই যে সড়কপথটি দ্বারা যুক্ত হয়েছে -

(ক) NH-2

(খ) NH-7

(গ) NH-6

(ঘ) NH-44

উত্তরঃ (গ) NH-6


১.১৩ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য -

(ক) পশ্চিমবঙ্গ

(খ) বিহার

(গ) উত্তরপ্রদেশ

(ঘ) কেরালা

উত্তরঃ (গ) উত্তরপ্রদেশ


১.১৪ ভারতের প্রধান প্রশাসনিক শহর হল -

(ক) মুম্বাই

(খ) কলকাতা

(গ) দিল্লি

(ঘ) চেন্নাই

উত্তরঃ (গ) দিল্লি


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close