Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 166 Part - 2
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 166 Part - 2

  ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 166


বিভাগ - খ


২। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি) :


 ২.১.১ অবঘর্ষ প্রক্রিয়া বায়ুর কাজের প্রাধান্য বেশি থাকে।

উত্তরঃ শু


২.১.২ ইনসেলবার্জ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়।

উত্তরঃ অ


২.১.৩ পেনগঙ্গা হল কৃষ্ণার একটি উপনদী।

উত্তরঃ অ


২,১,৪ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিতে কারেওয়া বলে।

উত্তরঃ অ


২.১.৫ ভারতের দক্ষিণতম পর্বত হল কার্দামম।

উত্তরঃ শু


২.১.৬ ভারতের কার্পাস গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত।

উত্তরঃ শু


২.১.৭ ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কেরল।

উত্তরঃ অ


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) :


২.২.১ পৃথিবীর দ্রুততম হিমবাহ __________।

উত্তরঃ জেকবসভ্যান


২.২.২ বহিঃবিধৌত সমভূমিতে আঁকাবাঁকা শৈলশিরার মত গঠিত ভূমিরূপকে বলে _________।

উত্তরঃ এস্কার


২.২.৩ ভারতের উত্তরতম বিন্দু হলো __________।

উত্তরঃ ইন্দ্রিরা কল

 

২.২.৪ আউটসোর্সিংকে সংক্ষেপে _________ বলে।

উত্তরঃ BPO


২.২.৫ পাঞ্জাবের নবীন, পলি গঠিত অঞ্চলকে _________ বলে।

উত্তরঃ বেট


২.২.৬ ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় __________ শহরে।

উত্তরঃ হুগলী রিষড়াতে

 

২.২.৭ অসমে কালবৈশাখীকে বলা হয় __________।

উত্তরঃ বরদৌছিলা


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) :


২.৩.১ ভারতের বৃহত্তম হিমবাহের নাম কী?

উত্তরঃ সিয়াচেন


২.৩.২ ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে?

উত্তরঃ জে ডব্লু পাউল

 

২.৩.৩ জলপ্রপাতের তলদেশে সৃষ্ট গর্তকে কী বলে?

উত্তরঃ প্রপাত কূপ


২.৩.৪ ভারতের একক বৃহত্তম শিল্প কোন্‌টি?

উত্তরঃ কার্পাস বয়ন শিল্প


২.৩.৫ ভারতের সবুজ বিপ্লবের জনক কে?

উত্তরঃ ডঃ এম ে স্বামীনাথন


২.৩.৬ ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়?

 উত্তরঃ চেন্নাই


২.৩.৭ কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?

উত্তরঃ দেরাদুন


২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ বিজ্ঞাননগরী

২.৪.২ জোড়হাট

২.৪.৩ TISCO

২.৪.৪ স্বাভাবিক বাঁধ

(১) চা গবেষণাগার

(২) প্লাবন সমভূমি

(৩) বেঙ্গালুরু

(৪) জামশেদপুর

উত্তরঃ 

বামদিক

ডানদিক

২.৪.১ বিজ্ঞাননগরী

২.৪.২ জোড়হাট

২.৪.৩ TISCO

২.৪.৪ স্বাভাবিক বাঁধ

(৩) বেঙ্গালুরু

(১) চা গবেষণাগার

(৪) জামশেদপুর

(২) প্লাবন সমভূমি



অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close