ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 121
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূ-পৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে -
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন
উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া
১.২ ক্যানিয়ন 'I' আকৃতি হওয়ায় প্রধান কারণ হল -
(ক) নদীর নিম্নক্ষয়
(খ) ভূমির খাড়া ঢাল
(গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
(ঘ) নদীর পার্শ্বক্ষয়
উত্তরঃ (ক) নদীর নিম্নক্ষয়
১.৩ বদ্রীনাথের কাছে অবস্থিত নীলকন্ঠ একটি -
(ক) এরিটি
(খ) পিরামিড চূড়া
(গ) সার্ক
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তরঃ (খ) পিরামিড চূড়া
১.৪ তরবারির ন্যায় বালির শৈলশিরাকে বলে -
(ক) বার্খান
(খ) অ্যাকলে
(গ) সিফ্
(ঘ) ধ্রিয়ান
উত্তরঃ (গ) সিফ্
১.৫ নীলনদের ব-দ্বীপটির আকৃতি -
(ক) ধনুকাকৃতি
(খ) খাঁড়ীয়
(গ) করাতের দাঁতের মতো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) ধনুকাকৃতি
১.৬ ট্রান্স বা টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হল -
(ক) সান্দাকফু
(খ) লিওপারগেল
(গ) হিমরেখা
(ঘ) গড উইন
উত্তরঃ (ঘ) গড উইন
১.৭ ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্তরেখা হল -
(ক) র্যাডক্লিভ লাইন
(খ) ম্যাকমোহন লাইন
(গ) LOC
(ঘ) ডুরান্ড লাইন
উত্তরঃ (ঘ) ডুরান্ড লাইন
১.৮ লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হল -
(ক) ওড়িশা
(খ) রাজস্থান
(গ) তামিলনাড়ু
(ঘ) মণিপুর
উত্তরঃ (ঘ) মণিপুর
১.৯ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল -
(ক) চন্ডীগড়
(খ) লাক্ষাদ্বীপ
(গ) পুদুচেরী
(ঘ) দমন ও দিউ
উত্তরঃ (খ) লাক্ষাদ্বীপ
১.১০ পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম -
(ক) নাথুলা
(খ) জোজিলা
(গ) মানা
(ঘ) জেলেপলা
উত্তরঃ (ঘ) জেলেপলা
১.১১ পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় -
(ক) তাল
(খ) ধান্দ
(গ) কয়াল
(ঘ) প্লায়া
উত্তরঃ (গ) কয়াল
১.১২ ধুঁয়াধর জলপ্রপাতটি অবস্থিত -
(ক) নর্মদা
(খ) মহানদী
(গ) তাপ্তি
(ঘ) শোন নদীতে
উত্তরঃ (ক) নর্মদা
১.১৩ কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়েছে -
(ক) গ্রানাইট
(খ) নিস
(গ) ব্যাসল্ট
(ঘ) বেলেপাথর শিলা নদীতে
উত্তরঃ (গ) ব্যাসল্ট
১.১৪ চন্দন গাছ জন্মায় -
(ক) শুষ্ক পর্ণমোচী
(খ) আর্দ্র পর্ণমোচী
(গ) সরলবর্গীয়
(ঘ) চিরহরিৎ অরণ্যে
উত্তরঃ (খ) আর্দ্র পর্ণমোচী
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
উত্তর গুলি আমায় খুব সাহায্য করল।
উত্তরমুছুন