ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
GEOGRAPHY
PAGE - 57
বিভাগ - খ
২।
২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে 'শু' এবং অশুদ্ধ হলে 'অ' লেখো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.১.১ হিমরেখার অবস্থান অক্ষাংশ ভেদে পরিবর্তিত হয়।
উত্তরঃ শু
২.১.২ অর্ধচন্দ্রকার বালিয়াড়ি সিফ নামে পরিচিত।
উত্তরঃ অ
২.১.৩ অলকানন্দা ও ভাগিরথী নদীর মিলন স্থল হল দেবপ্রয়াগ।
উত্তরঃ শু
২.১.৪ ভারতের উচ্চতম মালভূমি হল পামির।
উত্তরঃ অ
২.১.৫ সকল শিল্পের মেরুদন্ড বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে।
উত্তরঃ অ
২.১.৬ জনঘনত্ব হল মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্রমানের অনুপাত।
উত্তরঃ শু
২.১.৭ কলকাতা বন্দর ভারতের একটি নদী বন্দর।
উত্তরঃ শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.২.১ __________ হল বিশ্বের বৃহত্তম অপসারণজনিত গর্ত।
উত্তরঃ কাতারা
২.২.২ পলল শঙ্কু পর্বতের __________ অংশে গঠিত হয়।
উত্তরঃ পাদদেশীয়
২.২.৩ মৌসুমী বিস্ফোরণ দ্বারা __________ রাজ্যে প্রথম বৃষ্টিপাত শুরু হয়।
উত্তরঃ কেরালা
২.২.৪ ভাকরা-নাঙাল পরিকল্পনা __________ নদীর উপর গড়ে উঠেছে।
উত্তরঃ শতদ্রু
২.২.৫ ভারতের কার্পাস গবেষণাগার __________ অবস্থিত।
উত্তরঃ নাগপুর
২.২.৬ ভারতের একটি বৈদ্যুতিক রেলইঞ্জিন নির্মাণ কেন্দ্র হল __________।
উত্তরঃ চিত্তরঞ্জন
২.২.৭ সেন্সাস শহরের ন্যূনতম জনসংখ্যা হবে __________।
উত্তরঃ ৫০০০
২.৩ একটি অথবা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) :
২.৩.১ দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে কী বলে?
উত্তরঃ জলবিভাজিকা
২.৩.২ আদর্শ হিমবাহ উপত্যকার আকৃতি কিরূপ হয়?
উত্তরঃ ইংরেজি ইউ (U) আকৃতির হয়
২.৩.৩ 'ভারতের নায়াগ্রা' বলা হয় কোন্ জলপ্রপাত কে?
উত্তরঃ চিত্রকূট
২.৩.৪ 'কারেওয়া' মৃত্তিকা ভারতের কোন উপত্যকায় দেখা যায়?
উত্তরঃ কাশ্মীর উপত্যকায়
২.৩.৫ ভারতের দীর্ঘতম মেট্রোরেল পথ কোন্ শহরে রয়েছে?
উত্তরঃ দিল্লিতে
২.৩.৬ একটি জাইদ শস্যের নাম লেখো।
উত্তরঃ আয়ুশ ধান
২.৩.৭ ভারতের কোন্ বন্দরের মাধ্যমে সর্বাধিক কফি ও মশলা রপ্তানি হয়?
উত্তরঃ নিউ ম্যাঙ্গালোর
২.৩.৮ সোনালি চতুর্ভুজের দীর্ঘতম বাহু কোন্টি?
উত্তরঃ কলকাতা থেকে চেন্নাই
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো :
উত্তরঃ
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ