Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 57 Part - 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 57 Part - 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY 

PAGE - 57


বিভাগ - ক


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন -

(ক) ডব্লিউ এম ডেভিস

(খ) এল সি কিং

(গ) জি কে গিলবার্ট

(ঘ) ডব্লিউ পেঙ্ক

উত্তরঃ (গ) জি কে গিলবার্ট


১.২ মরুভূমির পেডিপ্লেন অঞ্চলের ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড়কে বলে -

(ক) ইয়ারদাঙ

(খ) জিউগেন

(গ) মেসা

(ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ


১.৩ মিসিসিপি নদীর ব-দ্বীপ দেখতে -

(ক) ধনউকের মতো

(খ) ত্রিভুজের মতো

(গ) পাখির পায়ের মতো

(ঘ) করাতের দাঁতের মতো

উত্তরঃ (গ) পাখির পায়ের মতো


১.৪ হিমবাহের উপর অবস্থিত সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে বলে -

(ক) বার্গশ্রুন্ড

(খ) ক্রেভাস

(গ) ক্রেকস

(ঘ) এসকার

উত্তরঃ (খ) ক্রেভাস


১.৫ আফ্রিকার সাহারা মরুভূমিতে প্লায়া হ্রদ পরিচিত যে নামে -

(ক)  স্যালিনা

(খ) বোলসন

(গ) ধান্দ 

(ঘ) শট্‌স

উত্তরঃ (ঘ) শট্‌স


১.৬ ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল -

(ক) ভূ-প্রাকৃতিক বিভাগ

(খ) সাংস্কৃতিক পার্থক্য

(গ) ভাষা

(ঘ) সাধারণ খাদ্যাভ্যাস

উত্তরঃ (গ) ভাষা


১.৭ মুম্বাই ও পুনের সংযোগকারী গিরিপথটি হল -

(ক) ভোরঘাট

(খ) পালঘাট

(গ) থলঘাট

(ঘ) পশ্চিমঘাট

উত্তরঃ (ক) ভোরঘাট


১.৮ খাদারের অন্য নাম হল -

(ক) কালো মৃত্তিকা

(খ) লোহিত মৃত্তিকা

(গ) মরু মৃত্তিকা

(ঘ) নবীন পলি মৃত্তিকা

উত্তরঃ (ঘ) নবীন পলি মৃত্তিকা


১.৯ গোদাবরী নদীর উৎস হল -

(ক) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি

(খ) মহাবালেশ্বর

(গ) অমরকন্টক

(ঘ) ত্রিকুট পাহাড়

উত্তরঃ (ক) ত্রিম্বকেশ্বর উচ্চভূমি


১.১০ রেটুনিং পদ্ধতি প্রচলিত যে চাষের সাথে -

(ক) কার্পাস

(খ) গম

(গ) চা

(ঘ) আখ

উত্তরঃ (ঘ) আখ


১.১১ উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে -

(ক) বেনারস

(খ) পুনে

(গ) কানপুর

(ঘ) এলাহাবাদ

উত্তরঃ (গ) কানপুর


১.১২ ভারতের একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত হল -

(ক) কালবৈশাখী

(খ) আঁধি

(গ) পশ্চিমী ঝঞ্ঝা

(ঘ) ঘূর্ণিঝড়

উত্তরঃ (গ) পশ্চিমী ঝঞ্ঝা


১.১৩ ভারতের সর্বাধিক নগরায়ণ দেখা যায় যে রাজ্যে -

(ক) মহারাষ্ট্র

(খ) গোয়া

(গ) কেরালা

(ঘ) তামিলনাড়ু

উত্তরঃ (ক) মহারাষ্ট্র


১.১৪ 'উন্নয়নের জীবনরেখা' বলা হয় যে পরিবহণ ব্যবস্থাকে -

(ক) রেলপথ

(খ) সড়কপথ

(গ) আকাশপথ

(ঘ) জলপথ

উত্তরঃ (ঘ) জলপথ


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close