LightBlog
Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page - 65
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page - 65

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021 - 2022

BENGALI

PAGE - 65


বিভাগ - 'ক'


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ বিরাগীর ঝোলার ভিতর যে বই ছিল তা হল -

(ক) গীতা

(খ) মহাভারত

(গ) পুরান

(ঘ) উপনিষদ

উত্তরঃ (ক) গীতা


১.২ 'মেসোর উপযুক্ত কাজ হবে সেটা' - বক্তা হলেন -

(ক) তপনের মেজোকাকু

(খ) তপনের মা

(গ) তপনের মাসি

(ঘ) তপনের বাব

উত্তরঃ (গ) তপনের মাসি


১.৩ তেওয়ারি বর্মা-নাচ দেখতে গিয়েছিল -

(ক) গয়া

(খ) ফয়া

(গ) রেঙ্গুন

(ঘ) বার্মা

উত্তরঃ (খ) ফয়া


১.৪ 'বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড়' - 

(ক) অন্তঃপুরে

(খ) পাহারায়

(গ) বুকের ভিতরে

(ঘ) সৌন্দর্যে

উত্তরঃ (ক) অন্তঃপুরে


১.৫ হেঁটে গেল গির্জার এক -

(ক) পুরোহিত

(খ) ফকির

(গ) দরবেশ

(ঘ) নান

উত্তরঃ (ঘ) নান


১.৬ 'অম্বুরাশি সুতা' কথার অর্থ কী? -

(ক) সমুদ্রকন্যা

(খ) অগ্নিকন্যা

(গ) পবনকন্যা

(ঘ) রাক্ষসকন্যা

উত্তরঃ (ক) সমুদ্রকন্যা


১.৭ পালকের কলমের ইংরেজি নাম হল -

(ক) স্টাইলাস

(খ) ফাউন্টেন পেন

(গ) কুইল

(ঘ) পাইলট পেন

উত্তরঃ (গ) কুইল


১.৮ একসময় বলা হতো - কলমে কায়স্থ চিনি, গোঁফেতে -

(ক) শিক্ষক

(খ) রাজপুত

(গ) পুরোহিত

(ঘ) রাখাল

উত্তরঃ (খ) রাজপুত


১.৯ বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল -

(ক) এক ডজন

(খ) চার ডজন

(গ) তিন ডজন

(ঘ) দুই ডজন

উত্তরঃ (ঘ) দুই ডজন


১.১০ 'চন্ডী পড়েন কালীঘাটে।' - রেখাঙ্কিত পদটির কারক হল -

(ক) কর্মকারক

(খ) কর্তৃকারক

(গ) অপাদান কারক

(ঘ) অধিকরণ কারক

উত্তরঃ (ঘ) অধিকরণ কারক


১.১১ পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি -

(ক) অব্যয়ীভাব

(খ) দ্বিগু

(গ) তৎপুরুষ

(ঘ) বহুব্রীহি সমাস

উত্তরঃ (গ) তৎপুরুষ


১.১২ 'এ' হল -

(ক) ধাতু বিভক্ত

(খ) তির্যক বিভক্তি

(গ) অব্যয়

(ঘ) অনুসর্গ

উত্তরঃ (ক) ধাতু বিভক্ত


১.১৩ 'আসছে এবার অনাগত' - নিম্নরেখ পদটি কোন্‌ সমাসের উদাহরণ? -

(ক) কর্মধারায়

(খ) অব্যয়ীভাব

(গ) দ্বন্ধ

(ঘ) নঞ্‌ তৎপুরুষ সমাস

উত্তরঃ (ঘ) নঞ্‌ তৎপুরুষ সমাস


১.১৪ 'কী হে গিরীশ আমাকে চিনতে পারো?' - বিভক্তি যোগে রেখাঙ্কিত পদরে কারক ও অকারক সম্পর্ক নিরুপন করো -

(ক) কর্মকারকে শূন্য বিভক্তি

(খ) কর্তৃওকারকে শূন্য বিভক্তি

(গ) সম্বোধন পদে শূন্য বিভক্তি

(ঘ) সম্বন্ধ পদে শূন্য বিভক্তি

উত্তরঃ (গ) সম্বোধন পদে শূন্য বিভক্তি


১.১৫ 'এসো যুগান্তের কবি।' - নিম্নরেখ পদটি কোন্‌ সমাসের অন্তর্গত? 

(ক) দ্বন্ধ

(খ) বহুব্রীহি

(গ) দ্বিগু

(ঘ) নিত্যসমাস

উত্তরঃ (ঘ) নিত্যসমাস


১.১৬ 'বাঘে-গোরুতে' এক ঘাটে জল খায় - এই বাক্যের কর্তাটি হল - 

(ক) প্রযোজ্য কর্তা

(খ) সহযোগী কর্তা

(গ) ব্যতিহার কর্তা

(ঘ) সমধাতুজ কর্তা

উত্তরঃ 


১.১৭ পলান্ন পদটির ব্যাসবাক্য হল -

(ক) পল মিশ্রিত অন্ন

(খ) পল ও অন্ন

(গ) পলের নিমিত্ত অন্ন

(ঘ) পলের ন্যায় অন্ন

উত্তরঃ (ক) পল মিশ্রিত অন্ন


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

4 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close