ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022
BENGALI
PAGE - 13
বিভাগ - ক
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ 'এ দেশের কিছু হবে না' - বলেন -
(ক) তপন
(খ) ছোটো মেসো
(গ) ছোটোমাসি
(ঘ) মেজোকাকু
উত্তরঃ (খ) ছোটো মেসো
১.২ দোকানদার হরির যে সাজ দেখে হেসেছিল -
(ক) পাগল সাজ
(খ) বাইজি সাজ
(গ) পুলিশের সাজ
(ঘ) বিরাগী সাজ
উত্তরঃ (ক) পাগল সাজ
১.৩ 'দয়ার সাগর' - উক্তিটির বক্তা হলেন -
(ক) নিমাইবাবু
(খ) জগদীশবাবু
(গ) গিরীশ মহাপাত্র
(ঘ) অপূর্ব
উত্তরঃ (খ) জগদীশবাবু
১.৪ 'অসুখী একজন' - কবিতাটি তরজমা করেন -
(ক) নবারুন ভট্টাচার্য
(খ) নবারুণ রায়
(গ) নবারুণ ঘোষ
(ঘ) নবারুণ চ্যাটার্জি
উত্তরঃ (ক) নবারুন ভট্টাচার্য
১.৫ 'দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে;/ বলো' -
(ক) দয়া করো
(খ) ক্ষমা করো
(গ) প্রার্থনা করো
(ঘ) রক্ষা করো
উত্তরঃ (খ) ক্ষমা করো
১.৬ কুন্তকর্ণের দেহ ভূপতিত ছিল -
(ক) সীন্ধুতীরে
(খ) গঙ্গাতীরে
(গ) যমুনাতীরে
(ঘ) তিস্তাতীরে
উত্তরঃ (ক) সীন্ধুতীরে
১.৭ 'এই নেশা পেয়েছি আমি...' -
(ক) শরৎদার কাছ থেকে
(খ) তারাদার কাছ থেকে
(গ) ত্রৈলোক্যদার কাছ থেকে
(ঘ) সুভাষদার কাছ থেকে
উত্তরঃ (ক) শরৎদার কাছ থেকে
১.৮ নিজের কলমের আঘাতেই মৃত্যু হয়েছিল -
(ক) বনফুলের
(খ) প্রেমেন্দ্র মিত্রের
(গ) ভানুসিংহের
(ঘ) ত্রৈলোক্যনাথের
উত্তরঃ (ঘ) ত্রৈলোক্যনাথের
১.৯ 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' বক্তা হলেন -
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) প্রেমেন্দ্র মিত্র
(ঘ) সুভাষ মুখোপাধ্যায়
উত্তরঃ (খ) বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
১.১০ গায়ক গান গাইছেন - এখানে 'গায়ক' হল -
(ক) ব্যতিহার কর্তা
(খ) নিরপেক্ষ কর্তা
(গ) সমধাতুজ কর্তা
(ঘ) অনুক্ত কর্তা
উত্তরঃ (খ) নিরপেক্ষ কর্তা
১.১১ টাকায় সব হয় - নিম্নরেখ অংশটি -
(ক) করনকারক
(খ) কর্মকারক
(গ) নিমিত্তকারক
(ঘ) অধিকরণকারক
উত্তরঃ (ক) করনকারক
১.১২ অনুসর্গের অপর নাম -
(ক) নির্দেশক
(খ) পরসর্গ
(গ) বিভক্তি
(ঘ) সম্বোধন পদ
উত্তরঃ (খ) পরসর্গ
১.১৩ দ্বিকর্মক ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মটি হল -
(ক) মুখ্যকর্ম
(খ) গৌণকর্ম
(গ) সমধাতুজ কর্ম
(ঘ) অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম
উত্তরঃ
১.১৪ ব্যাসবাক্যের অপর নাম -
(ক) সমস্ত বাক্য
(খ) সমস্ত পদ
(গ) বিগ্রহ বাক্য
(ঘ) বিগ্রহ পদ
উত্তরঃ (গ) বিগ্রহ বাক্য
১.১৫ তৃতীয়পদের অর্থপ্রাধান্য পায় যে সমাসে -
(ক) দ্বিগু
(খ) দ্বন্ধ
(গ) তৎপুরুষ
(ঘ) বহুব্রীহি
উত্তরঃ (ঘ) বহুব্রীহি
১.১৬ রাজায় রাজায় যুদ্ধ - এই বাক্যের কর্তাটি -
(ক) ব্যতিহার কর্তা
(খ) নিরপেক্ষ কর্তা
(গ) প্রযোজ্য কর্তা
(ঘ) প্রয়োজক কর্তা
উত্তরঃ (ক) ব্যতিহার কর্তা
১.১৭ 'চেয়ে' একটি -
(ক) তির্যক বিভক্তি
(খ) ক্রিয়াজাত অনুসর্গ
(গ) নামজাত অনুসর্গ
(ঘ) বিভক্তি
উত্তরঃ (খ) ক্রিয়াজাত অনুসর্গ
অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন
Where is Math solves
উত্তরমুছুনHari dar charitro dao
মুছুন1.13 answer ta please reply din
উত্তরমুছুন1.2 এর ভুল উত্তর। এতে ছেলেদের ক্ষতি হতে পারে।
উত্তরমুছুনEta wrong answer
উত্তরমুছুনThank you sir
উত্তরমুছুন