Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page - 97
Type Here to Get Search Results !

Madhyamik Bengali ABTA Test Papers 2021-2022 Page - 97

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

BENGALI

PAGE - 97


বিভাগ - ক


১। সঠিক উত্তরটি নির্বাচন করো :


১.১ "খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।" - একথা বলেছে -

(ক) ভবতোষ

(খ) অনাদি

(গ) কাশীনাথ

(ঘ) জগদীশবাবু

উত্তরঃ (গ) কাশীনাথ


১.২ বুড়ো মানুষের কথাটা শুনো - বুড়ো মানুষটি হলেন -

(ক) গিরীশ মহাপাত্র

(খ) নিমাইবাবু

(গ) অপূর্ব

(ঘ) জগদীশবাবু

উত্তরঃ (খ) নিমাইবাবু


১.৩ ছোটোমাসি তপনের থেকে বয়সে -

(ক) ছয় বছরের বড়ো

(খ) বছর তিনেকের বড়ো

(গ) বছর দশেকের বড়ো

(ঘ) বছর অষ্টেকের বড়ো

উত্তরঃ (ঘ) বছর অষ্টেকের বড়ো


১.৪ "আমাদের মাথায় ..." মাথায় ওপর কী? -

(ক) জ্বলন্ত সূর্য

(খ) নক্ষত্র

(গ) বোমারু

(ঘ) গোল চাঁদ

উত্তরঃ (গ) বোমারু


১.৫ "পশ্চিমদিগন্তে/প্রদোষকাল" - 'প্রদোষ' শব্দের অর্থ -

(ক) ভোর

(খ) সন্ধ্যা

(গ) রাত্রি

(ঘ) দুপুর

উত্তরঃ (খ) সন্ধ্যা


১.৬ "রক্ত তাহার কৃপাণ ঝোলে" - 'কৃপাণ' শব্দের অর্থ -

(ক) কৃপণ

(খ) ছুরিকা

(গ) পতাকা

(ঘ) খড়্গ

উত্তরঃ (খ) ছুরিকা


১.৭ যাঁরা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় -

(ক) পলিগ্রাফিস্ট

(খ) কালিগ্রাফিস্ট

(গ) টেলিগ্রাফিস্ট

(ঘ) ক্যালিগ্রাফিস্ট

উত্তরঃ (ঘ) ক্যালিগ্রাফিস্ট


১.৮ একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম হল -

(ক) অবনীন্দ্রনাথ ঠাকুর

(খ) সুভো ঠাকুর

(গ) দীনু ঠাকুর

(ঘ) গগন ঠাকুর

উত্তরঃ (খ) সুভো ঠাকুর


১.৯ লেখক প্রথম যে ফাউন্টেন পেন কিনেছিলেন তা ছিল -

(ক) পার্কার

(খ) পাইলট

(গ) শেফার্ড

(ঘ) শোয়ান

উত্তরঃ (খ) পাইলট


১.১০ অ-কারক পদ হল -

(ক) কর্তা ও কর্ম

(খ)  কর্ম ও করণ

(গ) সম্বন্ধ ও সম্বোধন পদ

(ঘ) সম্বন্ধ পদ

উত্তরঃ (গ) সম্বন্ধ ও সম্বোধন পদ


১.১১ "জমিদারবাবু চাষিদের চাষ করাচ্ছেন।" - জমিদারবাবু পদটি -

(ক) প্রযোজ্য কর্তা

(খ) প্রযোজক কর্তা

(গ) সহযোগী কর্তা

(ঘ) নিরপেক্ষ কর্তা

উত্তরঃ (খ) প্রযোজক কর্তা


১.১২ "ছেলেটা খেলাধূলায় ভালো" - ছেলেটা শব্দের টা হল -

(ক) অনুসর্গ

(খ) নির্দেশক

(গ) উপসর্গ

(ঘ) বিভক্তি

উত্তরঃ (খ) নির্দেশক


১.১৩ 'সম্বোধন' পদে সাধারণত 

(ক) 'র' বিভক্তি হয়

(খ) 'তে' বিভক্তি হয়

(গ) 'এর' বিভক্তি হয়

(ঘ) শূন্য বিভক্তি

উত্তরঃ (গ) 'এর' বিভক্তি হয়


১.১৪ 'মন্বন্তর' পদটির ব্যাসবাক্য হল -

(ক) মনুর অন্তর

(খ) অন্তরে মুনি যার

(গ) অন্য মনু

(ঘ) মনুর সদৃশ

উত্তরঃ (গ) অন্য মনু


১.১৫ 'সমাস' শব্দের সাধারণ অর্থ হল -

(ক) সংক্ষেপ

(খ) অসমান

(গ) সমান

(ঘ) বিস্তার

উত্তরঃ (ক) সংক্ষেপ


১.১৬ পর পদের অর্থ প্রাধান্য পায় -

(ক) দ্বিগু

(খ) সমাসে

(গ) তৎপুরুষ সমাসে

(ঘ)  বহুব্রীহি সমাসে

উত্তরঃ (গ) তৎপুরুষ সমাসে


১.১৭ উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় -

(ক) উপনাম কর্মধারয়

(খ) উপমিত কর্মধারয়

(গ) রূপক কর্মধারয়

(ঘ) অব্যয়ীভাব সমাসে

উত্তরঃ(গ) রূপক কর্মধারয়


অন্যান্য এবিটিএ পেজ পেতে ঃ এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close