Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ "ইয়ং ইন্ডিয়া" নামক গ্রন্থটির লেখক কে? -
(ক) শ্যামাজি কৃষ্ণ বর্মা
(খ) লালা লাজপত রায়
(গ) ডিরোজিও
(ঘ) মহাত্মা গান্ধী
উত্তরঃ (খ) লালা লাজপত রায়
প্রশ্নঃ "নাগার্জুন নদী পরিকল্পনা" কোন্ নদীর তীরে গড়ে উঠেছে? -
(ক) তাপ্তি নদীর তীরে
(খ) গোদাবরী নদীর তীরে
(গ) কাবেরী নদীর তীরে
(ঘ) কৃষ্ণা নদীর তীরে
উত্তরঃ (ঘ) কৃষ্ণা নদীর তীরে
প্রশ্নঃ উপমহাদেশে বসতিবদ্ধ কৃষির প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় -
(ক) ধোলাভিরা
(খ) কালিবঙ্গন
(গ) আমরি
(ঘ) মেহরগড়
উত্তরঃ (ঘ) মেহরগড়
প্রশ্নঃ ঋগ্বেদের সবচেয়ে বিখ্যাত নদী ছিল -
(ক) যমুনা
(খ) সিন্ধু
(গ) সরস্বতী
(ঘ) গঙ্গা
উত্তরঃ (খ) সিন্ধু
প্রশ্নঃ জার্মানিতে শহর কী নামে পরিচিত -
(ক) সিটি
(খ) স্ট্যাড
(গ) টাউন
(ঘ) স্টাডেন
উত্তরঃ (ক) সিটি
বিঃদ্রঃ আমাদের এই ওয়েবসাইটের জিকে পর্বের একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যেখানে একবারে প্রায় ৬০০টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। আশা করি ভবিষ্যতে আরো প্রশ্ন উত্তর আপডেট করা হবে। তোমারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছো, শুধুমাত্র তাদের জন্য বিশেষ দৃষ্টি রেখে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। আর যদি তোমাদের সাপোর্ট পাই তো ওই অ্যাপটিকে আপডেট করে অনেক নতুন নতুন প্রশ্ন উত্তরসহ দিয়ে দেওয়া হবে।
App Download Link : GKToday
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ