Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 231 Part - 2
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 231 Part - 2

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 231


বিভাগ - খ


২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে 'শু' এবং অশুদ্ধ হলে পাশে 'অ' লেখো (যে কোন ছয়টি) :


২.১.১ অবরোহণ প্রক্রিয়ায় নদী মোহনায় পলি জমে ব-দ্বীপ সৃষ্টি হয়।

উত্তরঃ অ


২.১.২ মেরু প্রদেশের বরফমুক্ত পর্বতচুড়া নুনাটাকস নামে পরিচিত।

উত্তরঃ শু


২.১.৩ ভারতের কেন্দ্রীয় চা গবেষণাগারটি জোরহাটে অবস্থিত।

উত্তরঃ শু


২.১.৪ 'বলউইভিল' কীটের প্রাদুর্ভাব কার্পাস চাষে দেখা যায়।

উত্তরঃ শু


২.১.৫ পাইপ লাইনের মাধ্যমে ভারতে সর্বাধিক L P G সরবরাহ হয়।

উত্তরঃ শু


২.১.৬ দক্ষিণ ভারতের 'কাশী' বলা হয় মাদুরাই শহরকে।

উত্তরঃ শু


২.১.৭ জলপথ পরিবহণকে উন্নয়নের জীবনরেখা বলা হয়।

উত্তরঃ শু


২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূণ্যস্থান পূরণ কর (যে কোনো ছয়টি) :


২.২.১ নিউমুর দ্বীপটি ___________ নদী মোহনার কাছে অবস্থিত।

উত্তরঃ হড়িয়াভাঙ্গা


২.২.২ কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলিকে __________ বলে।

উত্তরঃ ভার্ব


২.২.৩ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে ___________শহরকে।

উত্তরঃ শিলিগুড়ি


২.২.৪ অশোক লেল্যান্ড লিমিটেড ভারতের __________ শহরে অবস্থিত।

উত্তরঃ এন্নোর


২.২.৫ আম্রবৃষ্টি কর্ণাটকে __________নামে পরিচিত।

উত্তরঃ চেরি ব্লুসম


২.২.৬ উত্তর পূর্ব ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল __________।

উত্তরঃ বনগাইগাঁও


২.২.৭ যে সকল জাহাজ কোম্পানী নিয়মিত সমুদ্রে পণ্য ও যাত্রী পরিবহন করে তাদের ________ বলে।


উত্তরঃ শিপিং লাইন


২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও : (যে কোনো দুটি) :


২.৩.১ পার্বত্য অঞ্চলে নদীর উৎস অংশের অববাহিকাকে কী বলে?

উত্তরঃ ধারণ অববাহিকা


২.৩.২ শিলাময় মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?

উত্তরঃ হামাদা


২.৩.৩ হোয়াংহো নদী অববাহিকার পীতবর্ণের সূক্ষ্ণপলিকণা দ্বারা গঠিত ভূমিকে কী বলে?

উত্তরঃ লোয়েস


২.৩.৪ একটি অ্যালপাইন উদ্ভিদের নাম লেখ।

উত্তরঃ রডোডেনড্রন


২.৩.৫ ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন্‌ রাজ্য প্রথম?

উত্তরঃ পাঞ্জাব


২.৩.৬ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোন্‌টি?

উত্তরঃ NH7


২.৩.৭ ভারতের প্রথম মেট্রোরেল চালু কত সালে?

উত্তরঃ 1984 সালে


২.৩.৮ ভারতের কোন্‌ রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি?

উত্তরঃ বিহার


২.৪ বামদিকের সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো :

বামদিক

ডানদিক

২.৪.১ ধ্রীয়ান

২.৪.২ লিচিং

২.৪.৩ দীর্ঘতম নদী জলপথ

২.৪.৪ মোটরগাড়ি

১) গুরগাঁও

২) হলদিয়া-এলাহাবাদ

৩) ল্যাটারাইট

৪) চলমান বালিয়াড়ি

উত্তরঃ

বামদিক

ডানদিক

২.৪.১ ধ্রীয়ান

২.৪.২ লিচিং

২.৪.৩ দীর্ঘতম নদী জলপথ

২.৪.৪ মোটরগাড়ি

৪) চলমান বালিয়াড়ি

৩) ল্যাটারাইট

২) হলদিয়া-এলাহাবাদ

১) গুরগাঁও



অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close