Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 231 Part 1
Type Here to Get Search Results !

Madhyamik Geography ABTA Test Papers 2021-2022 Page - 231 Part 1

 ABTA MADHYAMIK TEST PAPERS 2021-2022

GEOGRAPHY

PAGE - 231


বিভাগ - ক


১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :


১.১ অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ নয় যেটি, তা হল -

(ক) ভূমিকম্প

(খ) অগ্নুৎপাত

(গ) পাতসঞ্চালন

(ঘ) সমুদ্রতরঙ্গের কার্য

উত্তরঃ (ঘ) সমুদ্রতরঙ্গের কার্য


১.২ উষ্ণ মরু অঞ্চলের ক্ষয়জাত অবশিষ্ট পাহাড়কে বলে -

(ক) মোনাডনক

(খ) ইনসেলবার্জ

(গ) মেসা

(ঘ) নুনাটাকস

উত্তরঃ (খ) ইনসেলবার্জ


১.৩ হিমসিঁড়িতে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তা হল -

(ক) জ্বালামুখ হ্রদ

(খ) হিমবাহ হ্রদ

(গ) প্যাটারনস্টার হ্রদ

(ঘ) বোলসন হ্রদ

উত্তরঃ (গ) প্যাটারনস্টার হ্রদ


১.৪ মরু অঞ্চলের শুষ্ক নদী উপত্যকাকে বলে -

(ক) পেডিমেন্ট

(খ) প্লায়া

(গ) ওয়াদি

(ঘ) ধ্রীয়ান

উত্তরঃ (গ) ওয়াদি


১.৫ যে কাল্পনিক সীমারেখার উপরে সারা বছর জমা থাকে -

(ক) গ্রাবরেখা

(খ) হিমরেখা

(গ) হিমপ্রাচীর

(ঘ) এরেৎ

উত্তরঃ (খ) হিমরেখা


১.৬ মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল হল -

(ক) অষ্টমুদি

(খ) ভেম্বানাদ

(গ) কায়মকুলম

(ঘ) পুশমীকোটা

উত্তরঃ (খ) হিমরেখা


১.৭ যে পদ্ধতিতে ভারতে সর্বাধিক জলসেচ করা হয় তা হল -

(ক) কূপ ও নলকূপ

(খ) খাল ও ক্যানাল

(গ) জলাশয় ও পুকুর

(ঘ) নদীর জল

উত্তরঃ (ক) কূপ ও নলকূপ


১.৮ হিমালয়ের পাদদেশের নুড়ি প্রস্তরময় ভূমিরূপটি হল -

(ক) তরাই

(খ) ভাবর

(গ) খোশ

(ঘ) ভাঙর

উত্তরঃ (খ) ভাবর


১.৯ ভারতের প্রধান খারিফ শস্য হল - 

(ক) পাট

(খ) তুলো

(গ) গম

(ঘ) ধান

উত্তরঃ (ঘ) ধান


১.১০ বাণিজ্যিক ভাবে শাক সবজির উৎপাদনকে বলে -

(ক) ফ্লোরি কালচার

(খ) পোমাম কালচার

(গ) ওরেলি কালচার

(ঘ) সেরি কালচার

উত্তরঃ (গ) ওরেলি কালচার


১.১১ অবিশুদ্ধ শ্রেণির কাঁচামাল ভিত্তিক শিল্প নয় যেটি -

(ক) লৌহ ইস্পাত

(খ) বস্ত্রবয়ন

(গ) মোটর গাড়ি

(ঘ) জাহাজ নির্মাণ

উত্তরঃ (খ) বস্ত্রবয়ন


১.১২ ভারতে সর্বাধিক নারীপুরুষ অনুপাত দেখা যায় যে রাজ্যে -

(ক) বিহার

(খ) হরিয়ানা

(গ) কেরালা

(ঘ) মহারাষ্ট্র

উত্তরঃ (গ) কেরালা


১.১৩ উত্তর-দক্ষিণ করিডরের উত্তরতম স্থানটি কোন্‌ শহরে রয়েছে -

(ক) দিল্লি

(খ) লখনউ

(গ) শ্রীনগর

(ঘ) অমৃতসর

উত্তরঃ (গ) শ্রীনগর


১.১৪ ভারতে সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্যটি হল -

(ক) পুদুচেরি

(খ) দিল্লি

(গ) লাক্ষাদ্বীপ

(ঘ) আন্দামান ও নিকোবর

উত্তরঃ (গ) লাক্ষাদ্বীপ


অন্যান্য এবিটিএ পেজ পেতে : এইখানে ক্লিক করুন
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

LightBlog

Below Post Ad

LightBlog

AdsG

close