LightBlog
Class 3 Science Model Activity Compilation / Class 3 Model Activity Task Part 8 Amader Paribesh Marks 50 / Class 3 Science Annual Model Activity Task Part 8
Type Here to Get Search Results !

Class 3 Science Model Activity Compilation / Class 3 Model Activity Task Part 8 Amader Paribesh Marks 50 / Class 3 Science Annual Model Activity Task Part 8

 আমাদের পরিবেশ

তৃতীয় শ্রেণি

পূর্ণমান - ৪০


১. ঠিক উত্তর নির্বাচন করো :


১.১ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তা হলো -

(ক) চামড়া

(খ) চোখ

(গ) কান

(ঘ) জিভ

উত্তরঃ (ঘ) জিভ


১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো -

(ক) মাছ

(খ) ডিম

(গ) সবজি

(ঘ) চিপস

উত্তরঃ (ঘ) চিপস


১.৩ মাটির নীচের একটি আনাজ হলো -

(ক) ঢেঁড়শ

(খ) ঝিঙে

(গ) আলু

(ঘ) কুমড়ো

উত্তরঃ (গ) আলু


১.৪ আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করতো -

(ক) সুতো

(খ) পশম

(গ) সিন্থেটিক উল 

(ঘ) গাছের ছাল

উত্তরঃ (ঘ) গাছের ছাল


১.৫ তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো -

(ক) পুরিলিয়া

(খ) পূর্ব মেদিনীপুর

(গ) কালিম্পং

(ঘ) উত্তর ২৪ পরগনা

উত্তরঃ (গ) কালিম্পং


১.৬ পিনকোড হলো -

(ক) বাড়ির নম্বর

(খ) রাস্তার নম্বর

(গ) টেলিফোন নম্বর

(ঘ) পোস্টঅফিসের নম্বর

উত্তরঃ (ঘ) পোস্টঅফিসের নম্বর


২. শূন্যস্থান পূরণ করো :


২.১ শোধন করা __________ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়।

উত্তরঃ শোধন করা খনিজ  তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়।


২.২ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো __________।

উত্তরঃ বাড়ি তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো বালি


২.৩ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার _________ হন।

উত্তরঃ তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার জেঠিমা  হন।


৩. ঠিক বাক্যের পাশে ✅ আর ভুল বাক্যের পাশে ❌ চিহ্ন দাও :


৩.১ স্কিপিং-এ হাতের কবজির কোনো কাজ হয় না।

উত্তরঃ ❌


৩.২ পেঁয়াজ হলো গাছের মূল।

উত্তরঃ ❌


৩.৩ সয়াবিন একটি প্রানীজ খাবার।

উত্তরঃ ❌


৩.৪ শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়।

উত্তরঃ ✅


৪. বাম স্তম্ভের সঙ্গে ডান সম্ভের মিল করে লেখো :


৪। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

৪.১ পালকির বেহারা

(ক) বাড়ি-ঘর তৈরি

৪.২ ডাক্তার

(খ) লিপ্ত জীবিকা

৪.৩ রাজমিস্ত্রি

(গ) অ্যাপ্রন

 

(ঘ) খাকি রঙের পোশাক

উত্তরঃ 

বাম স্তম্ভ

ডান স্তম্ভ

৪.১ পালকির বেহারা

(খ) লিপ্ত জীবিকা

৪.২ ডাক্তার

(গ) অ্যাপ্রন

৪.৩ রাজমিস্ত্রি

(ক) বাড়ি-ঘর তৈরি




৫. একটি বাক্যে উত্তর দাওঃ


৫.১ শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে?

উত্তরঃ শালিক পাখি থেকে শীত বাঁচার জন্য পালককে ফুলিয়ে রাখে।


৫.২ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো।

উত্তরঃ পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম বালি বা সিমেন্ট।


৫.৩ পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো।

উত্তরঃ পারিবারিক জীবিকার একটি উদাহরণ হল কৃষক বা জনমজুর।


৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :


৬.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন?

উত্তরঃ চোখ আমাদের খুবই মূল্যবান ইন্দ্রিয়। চোখ না থাকলে, বা চোখ খারাপ হলে আমরা কিছুই দেখতে পাব না। সুতরাং আমরা জীবনে কোনো কাজই সুষ্ঠ ভাবে করতে পারবো না। তাই আমাদের চোখের যত্ন নেওয়া উচিত।


৬.২ এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য।

উত্তরঃ কলা - কলার খোসা আমাদের খাদ্য না হলেও তা অন্য প্রানীদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।

কাঁঠাল - কাঁঠালের ভোঁতা আমাদের খাদ্য না হলেও তা অন্য প্রাণীদের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।


৬.৩ মহিলারা বর্ষাকালে সিন্থেটিক শাড়ি কেন পরেন?

উত্তরঃ সিন্থেটিক শাড়ি তাড়াতাড়ি শুকিয়ে যায় ও কাঁচার পরে কোঁচকায় না। সাধারণত এই সুবিধার জন্য মহিলারা বর্ষাকালে সিন্থেটিকের শারি পড়েন। 


৬.৪ কী কী কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে?

উত্তরঃ নীচে যে কারণগুলির জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে তা আলোচনা করা হল -

প্রথমত, জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে।

দ্বিতীয়ত, বন্যার বা বিভিন্ন প্রকৃতিক বিপর্যের জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।

তৃতীয়ত, ব্যবসা-বাণিজ্যের কারণেও মানুষ বাসস্থাত পরিবর্তন করে।

চতুর্থত, চাকরি জন্য মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়।


৬.৫ পোষা গোরুদের চটের জামা কেন পরানো হয়?

উত্তরঃ শীতের হাত থেকে রক্ষা পেতে সাধারণত চটের জামা পড়ানো হয়। এছাড়াও মশা, মাছির উপদ্রব থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য পোষা গরুদের চটের জামা পড়ানো হয়।


৬.৬ "ভূমিকম্পপ্রবণ অঞ্চলে ইট-সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো" - এ বিষয়ে তোমার মতামত লেখো।

উত্তরঃ ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ি থাকলে ভূমিকম্পে ফেটে যায় এবং নষ্ট হয়ে যায়। তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা। চালটা টিনের হলে ভালো সুবিধা। সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায়।

 

৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :


৭.১ কীভাবে নানারকম খাবার দেশে-বিদেশে ছড়িয়ে পড়লো?

উত্তরঃ আগেকার দিনে নানা জায়গার লোক নানারকম খাদ্য চিনেছিল। দুরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না। মাঝে ছিল সাগরের অথই জল। অনেক পড়ে বড়ো বড়ো জাহাজ তৈরি করতে শিখল মানুষ। তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারল। এদেশ যা নেই, লোকেরা জাহাজে করে তা আনত। সে দেশে যা নেই, তা নিয়ে যেত। এই ভাবে নানারকম খাবার দেশ বিদেশে ছড়িয়ে পড়লো।


৭.২  বড়ো রাস্তার পাশে বাড়ি থাকলে কী কী অসুবিধা হতে পারে?

উত্তরঃ কোনো বড়ো রাস্তার পাশে বাড়ি হলে যে যে অসুবিধা হতে পারে তা নীচে আলোচনা করা হল -

(ক) বড়ো রাস্তার পাশে বাড়ি চলাচলের ফলে বাড়ি ধূলোবালির ভর্তি হয়ে যাবে।

(খ) গাড়ির প্রচন্ড শব্দে বা হর্ণের আওয়াজে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে।

(গ) বড়ো গাড়ি, যেমন লরি ও অন্যান্য যানবাহন চলাচলের ফলে বাড়ি কাঁপতে থাকে।


৭.৩ বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কীভাবে সাহায্য করো?

উত্তরঃ বাড়ির বিভিন্ন কাজে আমার পরিবারের অন্য সদস্যদের আমি নানা রমক ভাবে সাহায্য করি, যেমন - আমার ঠাকুর দাদা কিছু চাইলে তা এনে দেই। আমার মা কাজে ব্যস্ত থাকলে আমার ছোটো ভাইকে দেখাশোনা করি। দোকান থেকে কিছু আনতে বললে এনে দেই। বাগানের গাছের গোড়ায় মাঝে মাঝে জল ঢালি। পরিবারের মধ্যে কারো অসুখ করলে বাড়ির ছোটো খাটো কাজগুলো করার চেষ্টা করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close