Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ LPG তে দুর্গন্ধযুক্ত জৈব যৌগটি হল -
(ক) ইথাইল অ্যালকোহল
(খ) ইথাইন
(গ) ইথাইল মারক্যাপ্টান
(ঘ) বিউটেন
উত্তরঃ (গ) ইথাইল মারক্যাপ্টান
প্রশ্নঃ "প্রভুগ্রন্থির প্রভু" বলা হয় কোন্ গ্রন্থিকে? -
(ক) থ্যালামাস
(খ) পিটুইটারি
(গ) হাইপোথ্যালামাস
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) হাইপোথ্যালামাস
প্রশ্নঃ মৃদু আলোতে দেখতে সাহায্য করে? -
(ক) রড কোষ
(খ) কোন কোষ
(গ) 'ক' ও 'খ' উভয়
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) রড কোষ
প্রশ্নঃ বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে -
(ক) কাইটিন
(খ) IAA
(গ) GH
(ঘ) TSH
উত্তরঃ (খ) IAA
প্রশ্নঃ টেফলনের মনোমার হল -
(ক) টেট্রাফ্লুরো ইথিলিন
(খ) ভিনাইল ক্লোরাইড
(গ) প্রোপিলিন
(ঘ) ইথিলিন
উত্তরঃ (ক) টেট্রাফ্লুরো ইথিলিন
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ