Current gk today / current affairs 2021 / General Knowledge in Bengali / gradeup current affairs
প্রশ্নঃ পায়রার কয়টি বায়ুথলি থাকে? -
(ক) ৩ জোড়া
(খ) ৫ জোড়া
(গ) ৯টি
(ঘ) ৮টি
উত্তরঃ (গ) ৯টি
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোন্টি? -
(ক) গ্রেট ব্যারিয়ার রিফ
(খ) গ্রেট সী রীফ
(গ) গ্রেট ডিভাইডিং রেঞ্জ
(ঘ) ব্লু মাউনটেন
উত্তরঃ (ক) গ্রেট ব্যারিয়ার রিফ
প্রশ্নঃ কোন্ খেলার সাথে "ফর্মুলা - ওয়ান" যুক্ত? -
(ক) পোলো
(খ) আইস হকি
(গ) ক্রিকেট
(ঘ) মোটর রেসিং
উত্তরঃ (ঘ) মোটর রেসিং
প্রশ্নঃ "দেশপ্রিয়" কোন্ বিপ্লবীকে বলা হয়? -
(ক) যতীন দাশ
(খ) চিত্তরঞ্জন দাশ
(গ) রাসবিহারী বসু
(ঘ) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
উত্তরঃ (খ) চিত্তরঞ্জন দাশ
প্রশ্নঃ শিক্ষিতের হার সর্বোচ্চ ভারতের কোন্ রাজ্যে? -
(ক) কেরালা
(খ) গোয়া
(গ) মহারাষ্ট্র
(ঘ) মিজোরাম
উত্তরঃ (ক) কেরালা
সাধারণ জ্ঞানের অসাধারন বই ঃ
General Knowledge 2022 Tarun Goyal Book in Bengali Dhankar Publication
Tapati || General Knowledge Encyclopedia 2022
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ